ঢাকা, রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

পরমাণু সমঝোতা পুনবর্হালের আলোচনা সঠিক পথেই এগুচ্ছে, চুক্তি সম্ভব’


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২২, ০৪:১০ পিএম

পরমাণু সমঝোতা পুনবর্হালের আলোচনা সঠিক পথেই এগুচ্ছে, চুক্তি সম্ভব’

পরমাণু সমঝোতা পুনবর্হালের আলোচনা সঠিক পথেই এগুচ্ছে, চুক্তি সম্ভব’

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তার দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা সঠিক পথেই এগুচ্ছে। তিনি আশা করেন, এ পথেই হয়ত কূটনৈতিক সফলতা আসবে এবং পরমাণু ইস্যুতে দুপক্ষের মধ্যে নতুন করে চুক্তি হবে।

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরবি-কে তিনি বলেন, সাম্প্রতিক আদান-প্রদান করা বার্তার মাধ্যমে যে সমঝোতা হয়েছে সে অনুযায়ী আমেরিকা যদি বাস্তবতার নিরীখে কাজ করে তাহলে শিগগিরি একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।

আমির আবদুল্লাহিয়ান জানান, তুলনামূলক একটি সাধারণ সমঝোতা হয়েছে তবে ইরানের রেডলাইন পরিপূর্ণভাবে রক্ষা করলেই কেবল চূড়ান্ত চুক্তি করা সম্ভব হবে। তিনি জানান, যে চুক্তি হবে তার আওতায় অবশ্যই ইরানকে পূর্ণাঙ্গ অর্থনৈতিক সুবিধাপ্রাপ্তি নিশ্চিত করতে হবে।

আইআরবিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা আশাবাদী। বর্তমানে আমরা এমন একটি পয়েন্টে পৌঁছেছি যেখানে কয়েকটি ইস্যুতে অভিন্ন সমঝোতা হয়েছে এবং এটি আমাদেরকে চূড়ান্ত চুক্তির পথে এগিয়ে নেবে।”

তিনি বলেন, এর আগে পরিস্থিতি সম্পর্কে আমেরিকা সঠিক ধারণা পায় নি কিন্তু সাম্প্রতিক বার্তা আদান-প্রদানের কারণে তারা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছে।
 খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে