এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২২, ০৪:১০ পিএম
গাজায় আল-কুদস ব্রিগেডসের সামরিক কুচকাওয়াজ; অস্ত্র প্রদর্শন
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসলামি জিহাদ আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল (মঙ্গলবার) এর সামরিক শাখা 'আল কুদস ব্রিগেডস' এই কুচকাওয়াজের আয়োজন করে। এ সময় প্রতিরোধ সংগ্রামীরা নানা ধরণের অস্ত্র প্রদর্শন করেন। কুচকাওয়াজ চলাকালে তাদের হাতে ফিলিস্তিনের পতাকা এবং শহীদদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল।
ইসলামি জিহাদের রাজনৈতিক দপ্তরের সদস্য খালেদ আল বাতাশ কুচকাওয়াজ অনুষ্ঠানে বলেছেন, তাদের সংগঠন প্রতিরোধ সংগ্রাম অব্যাহত রাখবে এবং পুরো ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত এই পথ থেকে সরবে না ইসলামি জিহাদ আন্দোলন।
'আল কুদস ব্রিগেডস' ফিলিস্তিনের পশ্চিম তীরেও প্রতিরোধ বাহিনী গড়ে তুলতে সক্ষম হয়েছে বলে তিনি জানান। খালেদ আল বাতাশ আরও বলেন, এই ব্রিগেডস পশ্চিম তীরে বিপ্লব ও প্রতিরোধ পুনরুজ্জীবিত করতে পেরেছে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে