ঢাকা, রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

রাশিয়ার পরমাণু অস্ত্রকে ভয় পায় আমেরিকা ও ন্যাটো: মস্কো


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২২, ০৪:১০ পিএম

রাশিয়ার পরমাণু অস্ত্রকে ভয় পায় আমেরিকা ও ন্যাটো: মস্কো

রাশিয়ার পরমাণু অস্ত্রকে ভয় পায় আমেরিকা ও ন্যাটো: মস্কো

ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তোনভ বলেছেন, রাশিয়ার কাছে থাকা পরমাণু অস্ত্রকে আমেরিকা ও ন্যাটো ভয় পায়। তিনি রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত এক নম্বর টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আরো বলেছেন, আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার নেতৃত্বাধীন ন্যাটো জোট কেউই রাশিয়ার সঙ্গে লড়তে আসবে না কারণ তারা উভয়ে রাশিয়ার পরমাণু অস্ত্রকে ভয় পায়।

ইউক্রেনকে ন্যাটোভুক্ত হতে না দেয়ার লক্ষ্যে রাশিয়া চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরু করে। আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো এ সংঘাত বন্ধ করার উপায় না খুঁজে ইউক্রেনের হাতে শত শত কোটি ডলারের সমরাস্ত্র তুলে দিয়ে এ যুদ্ধকে আরো উস্কে দিয়েছে।

আমেরিকা যদি রুশ ফেডারেশনে হামলা চালায় তখন উদ্ভূত পরিস্থিতিতে মস্কো কী করবে এমন প্রশ্নের উত্তরে রুশ রাষ্ট্রদূত বলেন, যেটা এখনও ঘটেনি তার পেছনে না ছুটি যা ঘটছে সেটা নিয়ে ভাবতে দিন।  

রাশিয়া ও আমেরিকা সম্পর্কে বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে উল্লেখ করে অ্যান্তোনভ বলেন, আমার মতে এ সম্পর্ক বিস্ফোরণ্মুখ অবস্থায় পৌঁছে গেছে। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ রেখেছে এবং সম্পর্ক উন্নয়নের কোনো চেষ্টা ওয়াশিংটনের আচরণে লক্ষ করা যাচ্ছে না।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে