ঢাকা, রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

সাহিত্যে নোবেল পেলেন ফরাসি লেখিকা অ্যানি এহানু


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২২, ০৪:১০ পিএম

সাহিত্যে নোবেল পেলেন ফরাসি লেখিকা অ্যানি এহানু

সাহিত্যে নোবেল পেলেন ফরাসি লেখিকা অ্যানি এহানু


 অ্যানি এহানু, ফরাসি এই লেখিকার (French Author Annie Ernaux) কলমে বরাবর উঠে এসেছে শ্রেণি ও লিঙ্গ ভেদাভেদের কারণে নিজের অভিজ্ঞতার কথা। সাবলীল ভাষাতে নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে খুব কম লেখকই পারেন। সাহিত্যে তাঁর এই অসামান্য অবদানের জন্য এবছর বিশ্বের অন্যতম সেরা সম্মান নোবেল পেলেন তিনি। বৃহস্পতিবার নোবেল কমিটি এই পুরস্কারের কথা ঘোষণা করে। 

সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে। ৮২ বছর বয়সি এই ফরাসি লেখিকা সম্পর্কে বলতে গিয়ে নোবেল কমিটির সদস্যরা জানান, এহানুর সাহসিকতার জন্য তাঁকে এই সম্মান দেওয়া হয়েছে। তাঁর লেখায় জুড়ে গেছে তাঁর জীবনের ব্যক্তিগত স্মৃতির টুকরো টুকরো কিছু কাহিনি। এই সম্মান পেয়ে অভিভূত এহানু জানান, এই সম্মান পাওয়া মানে দায়িত্ব বেড়ে যাওয়া।

এখনও পর্যন্ত কমপক্ষে ৩০টি উপন্যাস রচনা করেছেন এহানু, যার অধিকাংশই আত্মজীবনীমূলক। ১৯৭৪ সালে তাঁর প্রথম আত্মজীবনীমূলক উপন্যাস আত্মপ্রকাশ পায়। তার পর একে একে লিখেছেন অনেক বই। তাঁর লেখার প্রতিটি ছত্রে উঠে এসেছে নিজের জীবনদর্শন।
১৯০১ সালে প্রথম সাহিত্যে নোবেল দেওয়া শুরু হয়। এখনও পর্যন্ত ১১৪ বার এই পুরস্কার প্রদান করা হয়। এই ফরাসি লেখিকাকে নিয়ে এখনও পর্যন্ত সাহিত্যে ১১৯ জনকে নোবেল দেওয়া হয়েছে। অ্যানি এহানু হলেন এমন একজন লেখিকা যাঁর নাম এর আগে একাধিকবার নোবেলের জন্য প্রস্তাবিত করা হয়েছে। অবশেষে তিনি পুরস্কার পেলেন। গত বছর সাহিত্যে তানজানিয়ার লেখক আবদুল রজ্জাক গুরনাহকে এই সম্মানে সম্মানিত করা হয়েছিল।

চলতি বছরে এই নিয়ে চারবার নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। বুধবারই রসায়নে তিনজন বিজ্ঞানীকে এই পুরস্কার দেওয়া হয়েছে। আমেরিকার ক্যারোলিন আর বার্তোজ্জি, কে ব্যারি শার্পলেশ ও ডেনমার্কের মর্টেন মেলডালকে যৌথভাবে এই পুরস্কার দেওয়া হয়। তাঁদের এক যুগান্তকারী আবিষ্কার অণু গঠনে বিপ্লব ঘটাবে বলে আশাবাদী বিজ্ঞানী মহল।


খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে