ঢাকা, রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

ট্রাক বিস্ফোরণে রাশিয়ার ক্রিমিয়া ব্রিজ ক্ষতিগ্রস্ত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২২, ০৩:১০ পিএম

ট্রাক বিস্ফোরণে রাশিয়ার ক্রিমিয়া ব্রিজ ক্ষতিগ্রস্ত

ট্রাক বিস্ফোরণে রাশিয়ার ক্রিমিয়া ব্রিজ ক্ষতিগ্রস্ত
র মূল ভূখণ্ডের সাথে সংযোগকারী সেতুতে ট্রাক বিস্ফোরণের ফলে সেতুর অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার ন্যাশনাল এন্টি-টেরিজম কমিটি আজ (শনিবার) এ তথ্য জানিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ছয়টার দিকে এই বিস্ফোরণ ঘটে। ট্রাক বোমা বিস্ফোরণের পর পাশের রেল সেতু দিয়ে যাওয়া একটি মালবাহী ট্রেনের সাতটি বগিতে আগুন ধরে যায়। এসব বগিতে তেল বহন করা হচ্ছিল।

ক্রিমিয়ার ব্রিজের ওপর হামলার বিষয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে তবে ভিডিওটির যথার্থতা যাচাই করা যায়নি। ভিডিওতে দেখা যায়, ট্রেনের কয়েকটি জ্বালানি ট্যাঙ্কে আগুন জ্বলছে এবং রাস্তার অংশ বিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে।


ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিবহনমন্ত্রী নিকোলাই লুকাশেনকো জানিয়েছেন, সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আপাতত সেখানে ফেরি সার্ভিস চালুর চিন্তা করা হচ্ছে।

উনিশ কিলোমিটার দীর্ঘ এ সেতুটি কের্স প্রণালীর উপর দিয়ে ক্রিমিয়াকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে। এই সেতুতে রয়েছে একটি রেললাইন এবং সাধারণ যানবাহন চলাচলের আলাদা রাস্তা। সেতুটি ২০২০ সালে পূর্ণাঙ্গভাবে চালু করা হয়।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে