ঢাকা, রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

এক দশক পর সম্পর্ক পুনঃস্থাপন করতে যাচ্ছে সিরিয়া ও হামাস


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২২, ০৩:১০ পিএম

এক দশক পর সম্পর্ক পুনঃস্থাপন করতে যাচ্ছে সিরিয়া ও হামাস

এক দশক পর সম্পর্ক পুনঃস্থাপন করতে যাচ্ছে সিরিয়া ও হামাস

সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি প্রতিনিধিদল চলতি মাসেই দামেস্ক সফরে যাচ্ছে। এক দশকেরও বেশি সময় ধরে দ্বিপক্ষীয় সম্পর্কে অচলাবস্থা বিরাজ করার পর এ উদ্যোগ নেয়া হচ্ছে।

হামাসের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, তাদের একটি প্রতিনিধিদল ১০ অক্টোবর আলজেরিয়া সফর শেষ করার পর সিরিয়া সফরের তারিখ নির্ধারণ করা হবে।  ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ আন্দোলনের সঙ্গে চলমান শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে হামাসের প্রতিনিধিদলটি আলজেরিয়া সফর করছে। হামাস-ফাতাহ শান্তি আলোচনায় এই মুহূর্তে মধ্যস্থতা করছে আলজেরিয়া।

হামাসের শীর্ষ নেতৃত্ব গত মাসে জানিয়েছিল, প্রতিরোধ সংগঠনটি সিরিয়া সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে। হামাসের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলের ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, সিরিয়া সরকার ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি যে সমর্থন দিয়েছে তা প্রশংসনীয়।

সিরিয়ায় ২০১১ সালের মার্চ মাসে বিদেশি মদদে সহিংসতা চাপিয়ে দেয়ার পর হামাসের সঙ্গে দামেস্কের সম্পর্কে ভাটা পড়তে থাকে। পরের বছর হামাস দামেস্কে তার রাজনৈতিক সদরদপ্তর গুটিয়ে ফেলে এবং দপ্তরটিকে কাতারের রাজধানী দোহায় স্থানান্তর করে।

এরপর গত জুনে হামাসের পলিটিক্যাল ব্যুরো সদস্য খলিল আল-হাইয়া বলেন, দামেস্কের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে হামাস। ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য তিনি সহযোগী দেশগুলোর সাহায্য কামনা করেন। 
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে