এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২২, ০৫:১০ পিএম
ইরানে শত্রুদের অলীক কল্পনা বাস্তবায়িত হবে না: প্রেসিডেন্ট রায়িসি
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, শত্রুরা ইরানের বিশ্ববিদ্যালয় ও স্কুলসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দাঙ্গা ও নৈরাজ্য সৃষ্টি করে তাদের অলীক কল্পনাগুলোকে বাস্তবায়ন করতে চায়; কিন্তু ইরানের দূরদর্শী শিক্ষক ও শিক্ষার্থীদের সতর্ক অবস্থানের কারণে তাদের সে কল্পনা কোনোদিন বাস্তবরূপ লাভ করবে না।
তিনি গতকাল (শনিবার) তেহরানের আল-জাহরা মহিলা বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষ শুরু উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে একথা বলেন।
ইরানে মহিলা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছু দিন ধরে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। এতে উসকানি দিচ্ছে বিদেশি অর্থায়নে পরিচালিত কয়েকটি গণমাধ্যম।
প্রেসিডেন্ট রায়িসি বলেন, “শত্রুরা ভেবেছিল তারা ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে। কিন্তু তারা জানত না যে, ইরানের শিক্ষার্থী ও অধ্যাপকরা অত্যন্ত সতর্ক এবং তারা শত্রুদের অলীক কল্পনা বাস্তবায়ন করতে দেবে না।” ইব্রাহিম রায়িসি বলেন, ইরানি জনগণ নিশ্চিতভাবে জ্ঞান-বিজ্ঞানসহ সকল ক্ষেত্রে তাদের শত্রুদের পরাজিত করবে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে