ঢাকা, রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

সম্ভাব্য যেকোন হুমকি মোকাবেলায় প্রস্তুত: হিজবুল্লাহ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ অক্টোবর, ২০২২, ০৫:১০ পিএম

সম্ভাব্য যেকোন হুমকি মোকাবেলায় প্রস্তুত: হিজবুল্লাহ

সম্ভাব্য যেকোন হুমকি মোকাবেলায় প্রস্তুত: হিজবুল্লাহ

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের ভাইস প্রেসিডেন্ট শেখ আলী দামুশ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল শুধুমাত্র শক্তির ভাষা বোঝে, তারো কূটনীতির ভাষা বোঝে না। একই সঙ্গে তিনি দখলদার ইহুদিবাদী ইসরাইলের নানামুখী হুমকির মধ্যে হিজবুল্লাহ আন্দোলনকে সম্ভাব্য যেকোন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

শেখ দামুশ বলেন, লেবাননের সামনে ইহুদিবাদী ইসরাইলের হুমকি এখন মূল্যহীন কারণ লেবাননের প্রতিরোধ আন্দোলন এখন যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী।

তিনি বলেন, "আমরা আমাদের সক্ষমতার ওপর দৃঢ় আস্থা রাখি এবং আমরা যেকোন সম্ভাব্য ঝুঁকি মোকাবেলার জন্য প্রস্তুত। আমাদের অধিকারের ব্যাপারে চুপ থাকা আমাদের পক্ষে সম্ভব নয়।" সমুদ্রসীমা নিয়ে চলমান দ্বন্দ্ব অবসানের লক্ষ্যে ইহুদিবাদী ইসরাইল এবং লেবাননের মধ্যে পরোক্ষ আলোচনা অচল অবস্থায় পড়ার পর হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের নেতা এ বক্তব্য দিলেন।

ভূমধ্যসাগরের সমুদ্র সীমায় গ্যাস উত্তোলন নিয়ে ইসরাইল এবং লেবাননের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনিগান্তজ উত্তরাঞ্চলে হিজবুল্লাহর সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন।

ইসরাইলের যুদ্ধমন্ত্রীর এই বক্তব্য সম্পর্কে জানতে চাইলে শেখ দামুশ বলেন, ইসরাইল কূটনীতির ভাষা বোঝে না, শুধুমাত্র বোঝে শক্তির ভাষা।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে