এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২২, ০২:০৪ পিএম
পিসিবির নতুন চুক্তিতে বেতন বাড়াছে ক্রিকেটারদের
৩০ জুন ক্রিকেটারদের সঙ্গে আনুষ্ঠানিক ভাবে শেষ হতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চুক্তি। তবে পাকিস্তানের বোর্ডের দেওয়া সংকেত অনুযায়ী ধারণা করা হচ্ছে আসছে নতুন চুক্তিতে ক্রিকেটারদের বেতন বাড়ানো হতে পারে ১০-১৫ শতাংশ। ক্রিকফেঞ্জি
পাকিস্তানের স্থানীয় কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে পিসিবির নতুন চুক্তিতে আসতে পারে একাধিক পরিবর্তন। যেখানে সিনিয়র ক্রিকেটারদের পরিবর্তে সুযোগ দেওয়া হতে পারে কিছু উদীয়মান ক্রিকেটারকে।
রিজওয়ান নিয়মিত পারফরম্যান্স করায় দলে নেই ২০১৭ সালে পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জেতানো অধিনায়ক সরফরাজ আহমেদ। বর্তমানে বোর্ডের সঙ্গে সি ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে চুক্তিবদ্ধ আছেন সরফরাজ। তবে দলে নিয়মিত না থাকলে কেন্দ্রীয় চুক্তিতে সরফরাজকে স্থান দেওয়া হবে বলেই ধারণা করা হচ্ছে।