ঢাকা, রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

রাশিয়ার সঙ্গে যুদ্ধের কথা স্বীকার করেছে ন্যাটো: মেদভেদেভ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ অক্টোবর, ২০২২, ০৯:১০ পিএম

রাশিয়ার সঙ্গে যুদ্ধের কথা স্বীকার করেছে ন্যাটো: মেদভেদেভ

রাশিয়ার সঙ্গে যুদ্ধের কথা স্বীকার করেছে ন্যাটো: মেদভেদেভ

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ স্বীকার করেছেন যে, এ জোট ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত রয়েছে।

গতকাল মঙ্গলবার ন্যাটো মহাসচিব বলেছেন, রাশিয়ার কাছে যদি ইউক্রেন হেরে যায় তাহলে তা হবে ন্যাটো জোটের পরাজয়।

মেদভেদেভ বলছেন, স্টলটেনবার্গের এই মন্তব্য রাশিয়ার বিরুদ্ধে ন্যাটো জোটের জড়িত থাকার প্রকাশ্য নিশ্চয়তা দেয়। তিনি বলেছেন, “নরওয়ের এই সরল নাগরিক অবশেষে বিষয়টি স্বীকার করলেন”।

স্টলটেনবার্গ যিনি নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি গতকাল এক সংবাদ সম্মেলনে ইউক্রেন যুদ্ধে ন্যাটো জোটের সরাসরি সম্পৃক্ততার কথা উল্লেখ করেন। তিনি বলেন, যদিও ন্যাটো জোট এ যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তবে জোট এই যুদ্ধের কোনো পক্ষ নয়।

আজ (বুধবার) ন্যাটো প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অ্যালেক্সি রেজনিকভের বৈঠকে বসার কথা রয়েছে। তার আগে গতকাল ওই সংবাদ সম্মেলনে অংশ নেন ন্যাটো মহাসচিব। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে ন্যাটো মন্ত্রীরা এই আলোচনা করবেন যে, কিভাবে জরুরিভিত্তিতে কিয়িভের অস্ত্রের চাহিদা পূরণ করা যায়। রাশিয়ার সামরিক বাহিনীকে পরাজিত করার জন্য এ পর্যন্ত আমেরিকার ও ন্যাটো জোটের সদস্যরা কোটি কোটি ডলারের অস্ত্র দিয়েছে।

এ প্রসঙ্গে মেদভেদেভ বলেন বলেন, ইউক্রেনকে উন্নত মানের ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করা হলে তা বৃহত্তর যুদ্ধ ডেকে আনবে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে