ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

কলকাতা নাইটরাইডার্সে নিতে পাকিস্তানি ক্রিকেটার ইয়াসির আরাফাতকে ফোন করেছিলেন শাহরুখ খান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২২, ০৩:০৪ পিএম

কলকাতা নাইটরাইডার্সে নিতে পাকিস্তানি ক্রিকেটার ইয়াসির আরাফাতকে ফোন করেছিলেন শাহরুখ খান

কলকাতা নাইটরাইডার্সে নিতে পাকিস্তানি ক্রিকেটার ইয়াসির আরাফাতকে ফোন করেছিলেন শাহরুখ খান

মুম্বাইয়ে জঙ্গিহানার পর পাকিস্তান ক্রিকেটারদের আইপিএলে খেলা নিষিদ্ধ হয়ে হয়েছিলো। কিন্তু তাসত্ত্বেও আইপিএলে ফ্রাঞ্চাইজি কলকাতা নাইটরাইডার্সের মালিক বলিউড সুপারস্টার শাহরুখ খানের ফোন পেয়েছিলেন এক পাকিস্তানি ক্রিকেটার। তিনি ইয়াসির আরাফাত। কিন্তু অনুমতি না থাকায় শেষ পর্যন্ত আইপিএল খেলা সম্ভব হয়নি। 

ইয়াসিরের সঙ্গে তিন বছরের চুক্তি করতে চেয়েছিলেন। একটি ইউ টিউবে দেওয়া সাক্ষাৎকারে তেমনই জানান পাকিস্তানের এই  অলরাউন্ডার। ইয়াসির আরাফাত বলেন, প্রথম আইপিএলে কারা খেলবে ঠিক করে দিয়েছিল পাকিস্তান বোর্ড। সেই তালিকায় আমি ছিলাম না। তাই খেলতে পারিনি। ২০০৮ সালে কেন্টের হয়ে কাউন্টি খেলাকালীন নাইট রাইডার্সের স্কাউটরা আমার সঙ্গে কথা বলে।

 প্রথমে তিনি বিশ্বাসই করতে পারেননি কেকেআরের প্রতিনিধিরা তার সঙ্গে দেখা করতে এসেছে। নিছক মজা হিসেবেই নিয়েছিলেন। এই প্রসঙ্গে আরাফাত বলেন, প্রথমে আমি ভেবেছিলাম ওরা মজা করছে। আমাকে নেওয়ার জন্য কেন শাহরুখ লোক পাঠাবে। কিন্তু ওরা কার্ড দেওয়ার পর বিশ্বাস হলো। পরে শাহরুখ নিজেও আমাকে ফোন করেছিলেন। আমার সঙ্গে তিন বছরের চুক্তি করতে চেয়েছিলেন। কিন্তু জঙ্গিহানার ফলে পাকিস্তানের ক্রিকেটাররা নিষিদ্ধ হয়ে যায়। তাই আর আইপিএল খেলা হয়নি।