এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২২, ০৯:১০ পিএম
ইউক্রেনের সন্ত্রাসী হামলার জবাব অব্যাহত রেখেছে রাশিয়া
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: ইউক্রেনের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে রাশিয়ার জবাব অব্যাহত রয়েছে।
স্পুটনিক জানিয়েছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ বলেছেন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চলাকালে দূরপাল্লার বিভিন্ন অস্ত্র ব্যবহার করে কিয়েভের জ্বালানি সরবরাহ ব্যবস্থাসহ সামরিক নিয়ন্ত্রণকেন্দ্র ও কমান্ড সেন্টারগুলো ধ্বংস করেছে। সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় টানা দুইদিন রাশিয়া ইউক্রেনের জ্বালানি ব্যবস্থা এবং সেনাবাহিনীর অবকাঠামো ও সামরিক যোগাযোগ কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের পক্ষ থেকে ক্রিমিয়া ব্রিজে হামলাসহ বিভিন্ন সন্ত্রাসী পদক্ষেপের জবাবে রাশিয়া কিয়েভের সামরিক যোগাযোগ এবং কমান্ড পোস্টে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে।
ক্রিমিয়া ব্রিজে সন্ত্রাসী হামলার জবাবে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং এর আশেপাশের এলাকাগুলোকে পাল্টা হামলার টার্গেট করেছে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে