ঢাকা, রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে: পুতিন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ অক্টোবর, ২০২২, ০৯:১০ পিএম

ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে: পুতিন

ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ন্যাটো বিশ্বের বিভিন্ন প্রান্তে হস্তক্ষেপ করছে। কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া বা সিকা'র নেতাদের বৈঠকে তিনি আজ এ কথা বলেন।

রাশা টু-ডে আরও জানিয়েছে, পুতিন স্পষ্ট ভাষায় বলেছেন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটোর হস্তক্ষেপ মোকাবেলায় একটি বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন।

তাস নিউজ এজেন্সির সাথে এক সাক্ষাত্কারে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি আলেকজান্ডার ভেন্ডিকটভ বলেছেন, মস্কো রাশিয়ার নিরাপত্তা সুরক্ষার শর্তে ইউক্রেন সংকটের কূটনৈতিক সমাধানকে স্বাগত জানায়। তিনি বলেন, ন্যাটোর সদস্য হওয়ার জন্য ইউক্রেনের আবেদন রাশিয়া মেনে নেবে না। ইউক্রেন ন্যাটোর সদস্য হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত ৩০ সেপ্টেম্বর ন্যাটোতে তার দেশের অন্তর্ভুক্তি ত্বরান্বিত করার আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন। তারও আগে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বিশেষ অভিযান শুরুর পর জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নে তাঁর দেশের যুক্ত হওয়ার আবেদনে স্বাক্ষর করেন এবং ওই প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানান। রাশিয়া কিয়েভের ওই পদক্ষেপের প্রতিক্রিয়ায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তি মেনে নেয়া হবে না। সেইসঙ্গে সামরিক অভিযান বন্ধের শর্ত হিসেবে রাশিয়া বলেছিল- ন্যাটোর ব্যাপারে ইউক্রেনকে নিরপেক্ষতা বজায় রাখার ঘোষণা দিতে হবে।

২০২১ সালের শেষ দিকে রাশিয়া বারবার পূর্বদিকে ন্যাটোর সম্প্রসারণকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে জানিয়ে এসেছে। সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ প্রক্রিয়াকে উত্তেজনা বৃদ্ধির কারণ হিসাবে উল্লেখ করেছে রাশিয়া।

খবর পার্সটুডে /এনবিএস/২০২২/একে