ঢাকা, রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

ইরাকের নতুন প্রধানমন্ত্রী আল-সুদানি


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৪ অক্টোবর, ২০২২, ০৩:১০ পিএম

ইরাকের নতুন প্রধানমন্ত্রী আল-সুদানি

ইরাকের নতুন প্রধানমন্ত্রী আল-সুদানি

ইরাকে দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দেশটি। বৃহস্পতিবার প্রধানমন্ত্র হিসেবে আস-সুদানির নাম ঘোষণা করেন দেশটির নতুন প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ। 

আল-সুদানি ইরাকের পার্লামেন্টে ইরান সমর্থিত শিয়াদের বৃহত্তম রাজনৈতিক জোটের নেতা। সে হিসেবেই তাকে প্রধানমন্ত্রী পদে মনোনীত করা হয়েছে। তবে তিনি দেশটির প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদার আল-সদরের সমর্থন পাবেন না বলে মনে করা হচ্ছে।

গত অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনে আল-সদরের নেতৃত্বাধীন জোট ভালো ফল করেছিল। এখন পরবর্তী ৩০ দিনের মধ্যে নতুন সরকার গঠন করতে হবে আল-সুদানিকে। একই সঙ্গে তাকে ইরাকের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।

আল-সুদানী ১৯৭০ সালে দক্ষিণ ইরাকে জন্মগ্রহণ করেন। তার বয়স যখন ১০ বছর তখন ইরান-সমর্থিত ইসলামিক দাওয়া পার্টির সাথে জড়িত থাকার অভিযোগে সাদ্দাম হোসেন তার বাবাকে মৃত্যুদণ্ড দেওয়া দেয়।

২০০৩ সালে ইরাকে মার্কিনিরা আক্রমণ করার পর সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করা হয়। এই সময় আল-সুদানী স্থানীয় এবং কেন্দ্রীয় সরকারগুলিতে বিভিন্ন পদে ছিলেন।