এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২২, ০৩:০৪ পিএম
ভারতে সাম্প্রদায়িকতা নিয়ে মোদিকে ১০৮ জন সাবেক আমলাদের চিঠি
দেশেটির সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা এই চিঠিতে সাবেক আমলারা বলেছেন, ঘৃণার উন্মত্ততায় ধ্বসের যে ছবি আমরা দেখছি, তাতে শুধু মুসলিম ও অন্য সংখ্যালঘুদের বলি দেয়া হচ্ছে তাই নয়, দেশের সংবিধানকেও হত্যা করা হচ্ছে। ডয়েচে ভেলে
চিঠিতে সাবেক আমলারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত কয়েক মাসে সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে মুসলিমদের বিরুদ্ধে আসাম, দিল্লি, গুজরাট, হরিয়ানা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে ঘৃণার কারণে সহিংসতা বাড়ছে। বিজেপি শাসিত রাজ্য সরকারগুলো আইন প্রয়োগ করে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার বদলে সংখ্যালঘুদের ভয়ের পরিবেশে রাখছে। তাদের ধর্মপালনের অধিকার, নিজেদের রীতিনীতি, পোশাক, খাবার খাওয়ার সাংবিধানিক অধিকারের উপর হস্তক্ষেপ করা হচ্ছে।
চিঠিতে আরো বলা হয়েছে, সরকারি ক্ষমতা এমন ভাবে ব্যবহার করা হচ্ছে, যাতে একটি সম্প্রদায়ের উপর সহিংসতাকেই উসকানি দেয়া যায় ।