এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২২, ০৬:১০ পিএম
অক্সফোর্ডের তৈরি করোনা সারানোর নাকের স্প্রে মানুষের শরীরে কাজই করল না, ট্রায়াল ব্যর্থ
করোনা প্রতিরোধী নাকে দেওয়ার টিকা বা ন্যাজাল ভ্যাকসিন নিয়ে বিশ্বজুড়ে গবেষণা হচ্ছে। সম্প্রতি ভারত বায়োটেকের তৈরি নাকে টানার স্প্রে-তে অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রজেনেকাও করোনার প্রতিষেধক ন্যাজাল ভ্যাকসিন ( Oxford nasal vaccine) নিয়ে ট্রায়াল শুরু করেছিল। কিন্তু সেই টিকার ট্রায়াল ডাহা ফেল করেছে বলে খবর। মানুষের শরীরে এই টিকা কোনও কাজই করেনি।
ই-বায়োমেডিসিন নামক মেডিক্যাল জার্নালে ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালের রিপোর্ট ছাপা হয়েছে। গবেষণাপত্রে বলা হয়েছে, অক্সফোর্ডের তৈরি ন্যাজাল স্প্রে ( Oxford nasal vaccine) মানুষের শরীরে কোনও কাজ করেনি। তাই এই ভ্যাকসিন কোভিড সারাতে পারবে না।
অক্সফোর্ডের ডিএনএ ভ্যাকসিনের ফর্মুলাতেই ভারতে কোভিশিল্ড টিকা তৈরি করেছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। কোভিশিল্ডের ডোজ ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হয়। এখন সারা বিশ্বেই সূঁচ না ফুটিয়ে টিকা দেওয়ার নানা পদ্ধতি বের হচ্ছে। করোনা সারানোর ওরাল পিল বা খাওয়ার ওষুধও আসছে। তাছাড়া কোভিডের সংক্রমণ যেহেতু নাক থেকে গলা ও সেখান থেকে ফুসফুসে ঢোকে, তাই নাকেই ভাইরাল স্ট্রেনের বিভাজন বন্ধ করতে ন্যাজাল ভ্যাকসিন আনার কথা ভেবেছিলেন বিজ্ঞানীরা। সেই মতো গবেষণাও শুরু হয়। বিশ্বের বড় বড় ভ্যাকসিন নির্মাতা সংস্থাগুলি কোভিডের ন্যাজাল ভ্যাকসিন নিয়ে ট্রায়াল শুরু করেছে। অক্সফোর্ডও ছিল সেই সারিতে। তাদের তৈরি নাকে দেওয়ার টিকার ( Oxford nasal vaccine) হিউম্যান ট্রায়াল বা মানুষের শরীরে টিকার পরীক্ষামূলক প্রয়োগও শুরু হয়েছিল। সেই পরীক্ষাই মুখ থুবড়ে পড়েছে বলে জানা গেছে।
নাকে দেওয়ার টিকার কাজ কী?
নাকে টিকার ডোজ দিলে তা গলা দিয়ে পৌঁছবে ফুসফুসে। বিজ্ঞানীদের দাবি, তাতে করোনাভাইরাসের সংক্রমণ ফুসফুস অবধি পৌঁছতেই পারবে না। নাক থেকে ফুসফুস অবধি শ্বাসযন্ত্রের এই পথটাই সুরক্ষিত রাখবে ন্যাজাল স্প্রে। আপার রেসপিরেটারি ট্র্যাক্টে সংক্রমণ ছড়াতে দেবে না। নাক, গলা, ফুসফুসে ভাইরাসের বিভাজন থামিয়ে দেবে। কিন্তু অক্সফোর্ডের তৈরি ভ্যাকসিন এই কাজ করতে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, যে মিউকোসাল অ্যান্টিবডি তৈরি হয়েছে ভ্যাকসিনের ডোজে তারও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে মানুষের শরীরে। তাই ভ্যাকসিনের ট্রায়াল থামিয়ে দেওয়া হয়েছে।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে