এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২২, ০৬:১০ পিএম
ব্রিটেনের মসনদে ঋষি, ভারতীয় বংশোদ্ভূত রাষ্ট্রনেতাদের তালিকায় রয়েছেন আর কারা
দীপাবলির রাতেই এল সুখবর। ব্রিটেনের প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক (Rishi Sunak)। ব্রিটেনের ইতিহাসে এই প্রথম এমন নজির গড়লেন তিনি। পাশাপাশি হতে চলেছেন দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী (UK Prime Minister)। ৪২ বছর বয়েসেই এমন গুরুত্ব দায়িত্ব পেতে চলেছেন ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রী।
এই খবর চাউর হতেই গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভারতীয়দের মধ্যে খুশির হাওয়া বয়ে গেছে। কিন্তু তিনি একা নন যিনি ভারতীয় বংশোদ্ভূত রাষ্ট্রনেতা। বিশ্বের নানা প্রান্তে এমন দায়িত্ব সামলাচ্ছেন তাঁদের সংখ্যা নেহাৎ কম নয়।। সেই তালিকায় এবার নাম লেখালেন ঋষি।
এক নজরে জেনে নেওয়া যাক ভারতীয় বংশোদ্ভূত বিশ্ব নেতার তালিকা—
কমলা হ্যারিস
মার্কিন মুলুকে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন কমলা হ্যারিস। তিনি এখন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট। কমলাই মহিলা হিসেবে প্রথম এই পদে বসেছেন। এমনকী ২০১৯ সালে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়েও ছিলেন তিনি। ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। তাঁর এই উত্থান মার্কিন রাজনীতিতে কৃষাঙ্গদের নতুন প্রজন্মকে উৎসাহিত করবে বলে মত বিশেষজ্ঞদের।
প্রবীন্দ জুগনাউথ
২০১৭ সাল থেকে মরিশাসের প্রধানমন্ত্রী তিনি। তাঁর পূর্ব পুরুষরা উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন। দেশের স্বার্থে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর সময়কালে তাঁর সময়কালে ভারতের সঙ্গে মরিশাসের সম্পর্ক আরও উন্নত হয়েছে।
পৃথ্বীরাজ সিং রূপান
প্রবীন্দের মতো মরিশাসে রাজনীতিতে পরিচিত নাম পৃথ্বীরাজের। ২০১৯ সালে এই দেশের প্রেসিডেন্ট হন তিনি। ভারতের ভারতের আর্যসমাজি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
অ্যান্টোনিও কোস্টা
২০১৫ সাল থেকে পর্তুগালের প্রধানমন্ত্রী রয়েছেন তিনি। ভারতীয় ও পর্তুগিজ পরিবারের সন্তান তিনি। তিনিও দীর্ঘ সাতবছর পর্তুগালের সাম্রাজ্য সামলাচ্ছেন।
চ্যান সান্তোখি
২০২০ সালে সুরিনাম দেশের প্রেসিডেন্ট হন তিনি। রাজনীতিতে আসার আগে সামলেছেন পুলিশের দায়িত্বও। তাঁর পুরো নাম চন্দ্রিকা প্রসাদ। ১৯৫৯ সালে সুরিনামের লেলিদর্প জেলায় জন্ম নেন তিনি।
মহম্মদ ইরফান আলি
২০২০ সালের ২ অগস্ট গুয়ানার কার্যকারী প্রেসিডেন্ট হন তিনি। মুসলিম ভারতীয়-গুয়ানা পরিবারে জন্ম তাঁর। দেশের পশ্চিম উপকূলবর্তী এলাকা ডেমারারাতে জন্মগ্রহণ করেন তিনি। সেখানেই বেড়ে ওঠা।
।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/এক