ঢাকা, শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫ | ২০ পৌষ ১৪৩১
Logo
logo

তেহরানে জার্মান দূতাবাসের সামনে বিক্ষোভের কারণ কী?


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ নভেম্বর, ২০২২, ০৫:১১ পিএম

তেহরানে জার্মান দূতাবাসের সামনে বিক্ষোভের কারণ কী?

তেহরানে জার্মান দূতাবাসের সামনে বিক্ষোভের কারণ কী?

ইরানের অভ্যন্তরীণ বিষয়ে একের পর এক হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। তিনি সম্প্রতি বলেছেন, ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখা যাচ্ছে না।

দেশটি ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন নিষেধাজ্ঞার বাইরে বাড়তি সীমাবদ্ধতা আরোপের কথা ভাবছে বলে তিনি জানিয়েছেন। জার্মানির এ ধরণের বিদ্বেষী আচরণের বিরুদ্ধেই আজ (মঙ্গলবার) রাজধানী তেহরানে জার্মান দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। বিক্ষোভকারীদের মধ্যে ইরান-ইরাক যুদ্ধে অংশগ্রহণকারী সাবেক যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরাও ছিলেন। সাবেক যোদ্ধাদের মধ্যে আহত যোদ্ধারাও ছিলেন।

সাবেক যোদ্ধারা বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের অস্তিত্বের সঙ্গে মিশে আছে শহীদদের রক্ত। ইসলামি প্রজাতন্ত্রী ব্যবস্থার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সহ্য করা হবে না। বিক্ষোভকারীদের হাতে ইরানের জাতীয় পতাকা এবং সর্বোচ্চ নেতার ছবি শোভা পাচ্ছিল। অনেকেই জার্মানিসহ পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে শ্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করছিলেন। তারা জার্মান সরকারকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের পথ পরিহারের পরামর্শ দিয়েছেন
 

ইরানে মহিলা পুলিশের হেফাজতে অসুস্থ হয়ে মাহসা আমিনি নামের এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে যে সহিংসতার ঘটনা ঘটেছে তার প্রতি প্রথম থেকেই প্রকাশ্যে সমর্থন দিয়ে আসছে ইউরোপ ও আমেরিকা।
 খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে