এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২২, ১০:০৪ পিএম
হামাসের বেশ কয়েকজন সদস্যকে বহিষ্কার করল তুরস্ক
দখলদার ইসরাইলের আহ্বানে সাড়া দিয়ে হামাসের বেশ কয়েকজন সদস্যকে তুরস্ক থেকে বহিষ্কার করা হয়েছে। ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, ইসরাইলের দেওয়া তালিকা অনুযায়ী ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সদস্যদের বহিষ্কারের ঘটনা ঘটেছে।
এছাড়া আরও কয়েকজন হামাস সদস্যকে তুরস্ক ত্যাগ করার জন্য নোটিশ দেওয়া হয়েছে। হামাসের সদস্যরা সামরিক তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। বিশ্ব কুদস দিবসের আগের দিন এই খবর পাওয়া গেল।
তুরস্ক দুই মাস ধরে হামাসের সদস্যদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে, সেদেশে অবস্থানকারী হামাস সদস্যদেরকে চলে যেতে বলার পাশাপাশি নতুনকরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
তুরস্ক সরকার ফিলিস্তিনি ইস্যুতে দ্বিমুখী নীতি অনুসরণ করছে। একদিকে তারা ইসরাইলের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা করছে, অন্যদিকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেওয়ার দাবি করছে।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান মাঝে মধ্যেই ফিলিস্তিনিদের সমর্থনে বিবৃতি দেন। কিন্তু তারই আমন্ত্রণে গত ৯ মার্চ তুরস্ক সফর করেন ইহুদিবাদী ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ।খবর পার্সটুডের /এনবিএস/২০২২/একে