ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

সমকামী পুরুষদের রক্তদানে নিষেধাজ্ঞা তুলে নিলো কানাডা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২২, ০২:০৪ পিএম

সমকামী পুরুষদের রক্তদানে নিষেধাজ্ঞা তুলে নিলো কানাডা

সমকামী পুরুষদের রক্তদানে নিষেধাজ্ঞা তুলে নিলো কানাডা

বৃহস্পতিবার কানাডার হেলথ ডিপার্মেন্ট সমকামী পুরুষদের ওপর থেকে রক্তদানে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। দেশটির স্বাস্থ্য অধিকারকর্মীরা এই নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে তুলে নেওয়ার দাবি করে আসছিলো। বিবিসি

দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, এটি একটি সুসংবাদ। সমকামী পুরুষরা যৌনতা থেকে বিরত থাকা ছাড়াই এখন থেকে রক্ত দান করতে পারবেন। প্রধানমন্ত্রী ২০১৫ সালে ফেডারেল নির্বাচনের আগে সমকামীদের রক্তদানে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

 আগের নিয়ম অনুযায়ী তিন মাসের মধ্যে অন্য পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক করলে তারা আর রক্ত দিতে পারতেন না। সমকামী পুরুষদের রক্তদানে নিষেধাজ্ঞা প্রথমে সারা জীবনের জন্যই ছিলো। এরপর ২০১৩ সালে নিয়ম করা হয় কোনো পুরুষ অন্য পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক করলে ৫ বছর রক্ত দিতে পারবে না। ২০১৫ সালে নিষেধাজ্ঞার সময় আরো কমিয়ে তিন মাস করা হয়। 

১৯৮০ এর দশকের বিশ্বে এইডস মহামারীর ছড়িয়ে পরার পর সমকামীদের রক্তদানে নিষেধাজ্ঞা দেয় অনেক দেশ। কিন্তু গত কয়েক বছরে এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, গ্রিক, ইসরায়েল, হাঙ্গেরি, ডেনমার্ক ও ব্রাজিল