ঢাকা, শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১
Logo
logo

ব্রিটিশ রাষ্ট্রদূতকে আবার তলব করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২২, ০৩:১২ পিএম

ব্রিটিশ রাষ্ট্রদূতকে আবার তলব করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

ব্রিটিশ রাষ্ট্রদূতকে আবার তলব করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরানের অভ্যন্তরীণ বিষয়ে ব্রিটিশ সরকারের ক্রমাগত হস্তক্ষেপ এবং তেহরানের বিরুদ্ধে লন্ডনের নয়া নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন শেরক্লিফকে আবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। গতকাল (শনিবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক ব্রিটিশ রাষ্ট্রদূতকে তার দপ্তরে তলব করেন।

এ সময় ইরানের অভ্যন্তরীণ বিষয়াবলীতে ব্রিটিশ কর্মকর্তাদের হস্তক্ষেপমূলক ও নির্লজ্জ মন্তব্যের পাশাপাশি ইরানের সাম্প্রতিক দাঙ্গা ও সন্ত্রাসবাদের প্রতি ব্রিটিশ সরকার ও গণমাধ্যমের সমর্থনের তীব্র নিন্দা জানানো হয়।সেইসঙ্গে ব্রিটিশ রাষ্ট্রদূতের কাছে ইরানের একদল নাগরিকের বিরুদ্ধে লন্ডনের আরোপিত অবৈধ নিষেধাজ্ঞারও তীব্র প্রতিবাদ জানানো হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ব্রিটিশ রাষ্ট্রদূত শেরক্লিফকে বলেন, ইরানে দাঙ্গা চালিয়ে যেতে ব্রিটিশ সরকার ও গণমাধ্যমগুলো যে উস্কানি দিয়ে যাচ্ছে তাতে কোনো ফল হবে না বরং ইউরোপের এই দেশটির প্রতি ইরানি জনগণের ক্ষোভ ও ঘৃণাই কেবল বাড়বে।  তেহরানের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের নয়া নিষেধাজ্ঞার জবাবে ইরানও পাল্টা ব্যবস্থা নেয়ার অধিকার সংরক্ষণ করে বলে ব্রিটিশ কূটনীতিককে জানানো হয়।

ইরানে কথিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত শুক্রবার ১০ ইরানি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ব্রিটিশ সরকার।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাতে ব্রিটিশ রাষ্ট্রদূত তেহরানের প্রতিবাদ লন্ডনে পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেন।

গত সেপ্টেম্বর মাসে ইরানে মহিলা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছু দিন ধরে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল।অন্যদিকে ইরানের যেসব শত্রু এদেশের ইসলামি শাসনব্যবস্থাকে ধ্বংস করতে চায় তারা এই নৈরাজ্য সৃষ্টিকারীদের মাধ্যমে সরকারের পতন ঘটানোর আশায় দাঙ্গাবাজদের নানাভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে।

আমেরিকা ও তার পশ্চিমা মিত্র দেশগুলোর এ ধরনের হস্তক্ষেপকামী আচরণের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। বিশেষ করে ব্রিটিশ সরকারের ইরান-বিদ্বেষী আচরণের নিন্দা জানিয়ে তেহরান বলেছে, লন্ডন থেকে সম্প্রচারিত কিছু টিভি চ্যানেল প্রতি মুহূর্তে ইরানে সহিংসতা ও নৈরাজ্যকে উস্কে দিচ্ছে। এসব চ্যানেলের মধ্যে রয়েছে ইরান ইন্টারন্যাশনাল, মানোতো এবং বিবিসি পার্সিয়ান।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে