ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

ছয় দল নিয়ে প্রথমবার দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২২, ০৫:০৪ পিএম

ছয় দল নিয়ে প্রথমবার দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ

ছয় দল নিয়ে প্রথমবার দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ

ভারত, পাকিস্তান কিংবা বাংলাদেশে ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটে বিদেশী ক্রিকেটারদের মাঝে চাহিদার শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররাও । বিশ্বে প্রায় দেড় দশক যাবৎ ফ্রাঞ্চাইজি ক্রিকেট জনপ্রিয়তা পেলেও এবারই প্রথমবার ৬টি দল নিয়ে ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট আয়োজনের ঘোষণা দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ক্রিকইনফো

সিএসএ এখনো টুর্নামেন্টের নির্দিষ্ট সূচি না দিলেও আসছে জানুয়ারিতে মাঠে গড়াতে পারে আসরটি। সিএসএ ভিন্নতা আনতে যাচ্ছে প্লে অফ পর্বে। প্রথমবার তিন দল নিয়ে প্লে অফ আয়োজনের ঘোষণা দিয়েছে তারা। টুর্নামেন্টে মোট ম্যাচের সংখ্যা হবে ৩৩টি। একাদশে সর্বোচ্চ চার জন বিদেশী ক্রিকেটার খেলাতে পারবে ফ্রাঞ্চইজিগুলো। 

টুর্নামেন্ট আয়োজনে গুরুত্ব দেওয়া হচ্ছে খেলোয়াড়দের পারিশ্রমিকের দিকেও। আয়োজকরা পারিশ্রমিকের দিক দিয়েও এগিয়ে রাখতে চায় টুর্নামেন্টটিকে।