এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২২, ১২:১২ পিএম
আলোচনায় মরক্কো ফুটবল তারকা হাকিমির স্ত্রী
আফ্রিকার প্রথম ও বিশ্বকাপের অপরাজিত দেশ হিসেবে কাতার বিশ্বকাপের বিষ্ময়কর দল হিসেবে ইতিমধ্যেই আলোচনার তুঙ্গে রয়েছে মরক্কো। এই দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আশরাফ হাকিমি।
চলমান বিশ্বকাপে তিনি যেমন নজর কেড়েছেন, তেমনি তার ব্যক্তি জীবন নিয়েও বিশ্ব মিডিয়ায় আগ্রহের কমতি নেই। সবশেষ তার স্ত্রী হিবা আবুককে নিয়ে আলোচনা চলছে ক্রীড়া ও বিনোদন দুনিয়ায়। তার স্ত্রী একজন স্প্যানিশ অভিনেত্রী হওয়ায় এই দুই মাধ্যমে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ।
বংশ অনুযায়ী শরীরে তিউনিশিয়ান ও লেবানিজ রক্ত বইলেও হিবার জন্ম স্পেনে। তিনি ১৯৮৬ সালের ৩০ অক্টোবর মাদ্রিদে জন্মগ্রহণ করেন। তার পড়াশোর আরবী ভাষাতত্ত্বে। এছাড়া ডিগ্রি আছে নাটকেও।
হিবা আবুকের অভিষেক হয় ২০০৮ সালে একটি টিভি সিরিজের মধ্য দিয়ে। ‘এল প্রিন্সিপ’ নামের টিভি সিরিজটির মাধ্যমে তার জনপ্রিয়তা তুঙ্গে উঠে। তিনি চলচ্চিত্রও অভিনয় করেছেন। স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য মিলিয়ে মোট আটটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
বিএস/ওডে/সি