ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৯ পৌষ ১৪৩১
Logo
logo

 দুই টেস্টেই বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ক্রিকেট খেলবে ভারত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২২, ১১:১২ পিএম

 দুই টেস্টেই বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ক্রিকেট খেলবে ভারত

 দুই টেস্টেই বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ক্রিকেট খেলবে ভারত

হেড কোচ ব্রেন্ডন ম্যাককালামের অধীনে টেস্ট ক্রিকেটে আগ্রাসী ক্রিকেটের মাধ্যমে নতুন এক দিগন্তের সূচনা করেছে ইংল্যান্ড। পুরোপুরি এ পথে হাঁটতে চায় না ভারত। তবে ম্যাচের পরিস্থিতি বিবেচনায় আগ্রাসী ঘরানার ক্রিকেটকে পরিকল্পনায় রাখছে তারাও।

১৪ ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে ভারত। ইনজুরির কারণে এই সিরিজে খেলা হচ্ছে না নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার। তার পরিবর্তে অধিনায়কত্ব করবেন লোকেশ রাহুল।

বাংলাদেশের বিপক্ষে আগ্রাসী ক্রিকেটকেই বেছে নিতে চান ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক। তবে কন্ডিশন বা ম্যাচের পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে চান তিনি। সিরিজটি যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, সেক্ষেত্রে হেলাফেলা করার কোনও সুযোগই রাখছেন না রাহুল।

তিনি বলেন, আমার মনে হয়, সেটি তাদের জন্য কাজ করছে। প্রতিটি দলেরই নিজস্ব পন্থা আছে। যেসব দল ভালো করছে, তাদের কাছ থেকে আমরা সবাই শিখতে পারি। তারা কীভাবে পারফর্ম করছে, তাদের জন্য কী কাজে দিচ্ছে। যেমনটি বললাম, সব সময় আপনি একই অ্যাপ্রোচে এগোতে পারবেন না। আপনি কোথায় আছেন, কন্ডিশন কেমন এগুলো বিবেচনায় নিতে হবে।

টেস্ট চ্যাম্পিয়নশিপ উতরে যাওয়ার ব্যাপার আছে আমাদের। আমাদেরও আগ্রাসী হতে হবে। আমরা জানি, আমাদের অবস্থান কোথায়, ফাইনালে যেতে কী করতে হবে। নির্দিষ্ট দিনে সবকিছু বিবেচনা করবো। এটা টেস্ট ক্রিকেট। প্রতিটি দিন, প্রতিটি সেশনে দলের চাহিদা বিবেচনা করতে হবে। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে উপভোগ করতে হবে।

আগামী ২২ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বিএস/ওডে/সি