ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৯ পৌষ ১৪৩১
Logo
logo

 টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন কেন উইলিয়ামসন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২২, ০১:১২ পিএম

 টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন কেন উইলিয়ামসন

 টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন কেন উইলিয়ামসন

বিশ্ব ক্রিকেটের প্রায় সব দলে ভিন্ন ফরম্যাটে ভিন্ন নেতৃত্বের ছোঁয়া লেগেছে অনেক আগে। আধুনিক ক্রিকেটের এই ভিন্নতার ছোপ্যা যেন এতদিনে লেগেও লাগেনি নিউজিল্যান্ডের ক্রিকেটে। কেন উইলিয়ামসনের মতো একজন নেতা থাকতে কোন ফরম্যাটেই আলাদা নেতৃত্বের কথা ভাবতে হয়নি কিউইদের। তিন ফরম্যাটেই ব্ল্যাকক্যাপসদের নেতৃত্ব ছিলো উইলিয়ামসনের কাঁধে।

মাঠ ও মাঠের বাইরে বাড়তি কাজের চাপ কমাতে নিউজিল্যান্ডের টেস্ট ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন কেন উইলিয়ামসন। তবে কিউইদের অন্যতম সফল এই অধিনায়ক ওয়ানডে এবং টি-টোয়েন্টির নেতৃত্বে থাকছেন। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে কিউইদের নেতৃত্ব দেবেন টিম সাউদি। আর লাল বলে সহঅধিনায়কের দায়িত্বে টম ল্যাথাম।

উইলিয়ামসন জানিয়েছেন, নিউজিল্যান্ডকে টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দেওয়াটা বিশেষ সম্মানের। অধিনায়কত্ব মানেই মাঠ ও মাঠের বাইরে বাড়তি কাজের চাপ। তাই এই পর্যায়ে এসে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। অনুভব করেছি, সাদা বলে অধিনায়কত্ব করাটাই এখন আমার জন্য ঠিকঠাক হবে।

বিএস/ওডে/সি