এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২২, ০২:১২ পিএম
চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৪০৪ রান
দিনের শুরুতে ৪ উইকেট হাতে নিয়ে ব্যাট করতে নামা ভারতের উইকেট ফেলে স্বস্তি এনে দিয়েছিলেন পেসার এবাদত হোসেন। তবে এরপর বড় এক জুটি গড়ে ভারতের রান চারশ এর কাছাকাছি নিয়ে গেলেন বোলিং অলরাউন্ডার অশ্বিন এবং কুলদীপ। শেষ পর্যন্ত ভারতকে ৪০৪ রানে অলআউট করতে সমর্থ হয় সাকিববাহিনী।
এরপর ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। উইকেটকিপারকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার নাজমুল হাসান শান্ত।
বিএস/ওডে/সি