এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২২, ০২:১২ পিএম
পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে বরখাস্ত হচ্ছেন রমিজ রাজা!
ইমরান খান প্রধানমন্ত্রী থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের নিজের পদ দিয়ে শঙ্কায় ছিলেন রমিজ রাজা। গুঞ্জন উঠেছিল পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব থেকে বরখাস্ত হচ্ছেন সাবেক এই ক্রিকেটার।
এমন গুঞ্জনের পর কেটে গেছে সাত মাস। এখনও পিসিবির দায়িত্বেই রয়েছেন রমিজ। আবারও গুঞ্জন উঠেছে বরখাস্ত হচ্ছেন তিনি। পিসিবির নতুন চেয়ারম্যান হিসেবে দেখা যাবে নাজাম শেঠি। এমন খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম পাকিস্তান ক্রিকেট।
শনিবার লাহোরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন নাজাম। জানা গেছে, রমিজকে সরানোর ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে সেটা কবে নাগাদ হবে তা এখনও জানা যায়নি।
২০১৭ সালের আগস্টে শেঠি পিসিবির চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তবে এক বছর পর ২০১৮ সালে ইমরান খান প্রধানমন্ত্রী হলে শেঠি পদত্যাগ করেছিলেন। তখন পিসিবি প্রধান হয়েছিলেন এহসান মানি।
এদিকে ২০২১ সালের সেপ্টেম্বরে পিসিবির চেয়ারম্যান হন রমিজ। ইমরানের পছন্দেই পিসিবির দায়িত্ব পেয়েছিলেন তিনি। দায়িত্ব পাওয়ার পর অবশ্য বেশ কিছু ইতিবাচক কাজ করেছেন তিনি। যার জন্য ক্রিকেট মহলে বেশ প্রশংসাও কুড়িয়েছে রমিজ।
র