ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৯ পৌষ ১৪৩১
Logo
logo

 আইপিএলে জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে দিল্লিতে চান অনিল কুম্বলে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২২, ০৪:১২ পিএম

 আইপিএলে জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে দিল্লিতে চান অনিল কুম্বলে

 আইপিএলে জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে দিল্লিতে চান অনিল কুম্বলে

 জিম্বাবুয়ে সিকান্দার রাজা সাম্প্রতিক সময়ে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দারুণ সময় পার করছেন। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি পারফর্ম করেছেন। জায়গা পেয়েছিলেন আইসিসির টুর্নামেন্ট সেরা একাদশেও। এই রোডেশিয়ান অলরাউন্ডারকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল দিল্লি ক্যাপিটালসে দেখতে চান অনিল কুম্বলে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ থেকেই বাদ পড়েছে জিম্বাবুয়ে। দল বেশি দূর এগোতে না পারলেও দুর্দান্ত ছিলেন রাজা। সুপার টুয়েলভে পাকিস্তানের বিপক্ষে জয়ের নায়ক ছিলেন এই অলরাউন্ডার। তাছাড়া আসরের বাকি ম্যাচগুলোতেও দাপট ছিল তার।

অস্ট্রেলিয়া বিশ্বকাপে রাজা ব্যাট হাতে ২১৯ রান করেছিলেন। পাশাপাশি বল হাতে ১০ উইকেট শিকার করেছিলেন এই অলরাউন্ডার। জিম্বাবুয়ের হয়ে আসরের সেরা পারফর্মার ছিলেন তিনি। তার স্পিনের সঙ্গে মিডল অর্ডারের কার্যকরী ব্যাটিং যেকোনো দলের জন্য বাড়তি পাওয়া।

কুম্বলে বলেন, আমি সম্ভবত সিকান্দার রাজার দিকে তাকাব (দিল্লির স্পিন এবং মিডল অর্ডার আরও শক্তিশালী করতে) কারণ সে আপনার মিডল-অর্ডারে ব্যাটিংয়ের শক্তি বাড়াবে। একই সঙ্গে তার স্পিন খুবই কার্যকরী, যা বোঝা সহজ নয়। তাছাড়া তার সাম্প্রতিক ফর্মও দুর্দান্ত।

আসন্ন আইপিএলকে সামনে রেখে অনুষ্ঠিত হবে মিনি নিলাম। আগামী ২৩ ডিসেম্বর কচিতে ক্রিকেটারের দলে ভেড়াতে লড়াই করবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এই নিলাম থেকেই রাজাকে দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে যেকোনো দল।

এর আগে দিল্লি মোট ১৩ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। তাই নিলামে তিনজন বিদেশিসহ সর্বোচ্চ নয় জন ক্রিকেটারকে দলে নেয়ার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিটি। এই নিলামে তারা খরচ করতে পারবে ২০ কোটি ৫৫ লাখ রুপি।

এনবিএস/ওডে/সি