ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৯ পৌষ ১৪৩১
Logo
logo

 ১২ বছর পর উনাদকাটের রেকর্ড


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২২, ০৩:১২ পিএম

 ১২ বছর পর উনাদকাটের রেকর্ড

 ১২ বছর পর উনাদকাটের রেকর্ড

ভারতীয় ক্রিকেট দলে আগের টেস্টের ম্যাচসেরা কুলদীপ যাদবকে বাদ দিয়ে দলে জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার জয়দেভ উনাদকাট। তার প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্ট খেলার মাঝখানে পেরিয়ে গেছে ১২ বছর। যে সময়ে ভারত খেলেছে ১১৮ টেস্ট! তাতে মাঠে নেমেই রেকর্ডবুকে তিনি। স

২০১০ সালের টেস্ট দিয়ে শুরু হয়েছিল তার। কিন্তু শুরুর টেস্ট টা তেমন খেলতে পারেননি এই ক্রিকেটার। ১৫৬ বল করে উইকেট শূন্য ছিলো! তারপর টেস্ট দলে জায়গা পাননি তিনি। সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই শুরুর উইকেটের দেখা পেলেন ভারতের পেসার জয়দেব উনাদকাট।

ম্যাচের ১৫তম ওভারে উনাদকাটের পঞ্চম বলটি কাট করতে গিয়েই বিপদ ডেকে আনেন জাকির। অতিরিক্ত বাউন্সের কারণে ঠিক মতো খেলতে পারেননি। বলটি গ্লাভস চলে যায় চতুর্থ স্লিপে। উনাদকাটের বলে ৩৯ রানের জুটি ভাঙতেই ম্যাচে ফেরে ভারত। ৪ বলের ব্যবধানে নাজমুল হোসেন শান্তকেও সাজঘরের পথ দেখান অশ্বিন।  

বৃহস্পতিবার মিরপুরে খেলতে নামায় ভারতীয় পেসার গড়েছেন নতুন এক রেকর্ড। তার প্রথম ও দ্বিতীয় টেস্টের মধ্যে কেটে গেছে ১২ বছর ২ দিন। এর মধ্যে ভারত খেলে ফেলেছে ১১৮টি টেস্ট। কেটে যাওয়া এই ১২ বছর ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এ তালিকায় ভারতীয়দের মধ্যে সবার ওপরে লালা অমরনাথ। তার দুটি টেস্টের মধ্যে কেটে গিয়েছিল ১২ বছর ১২৯ দিন।

দেশের হয়ে সাতটি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি খেলা উনাদকাট সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৮ সালে। ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম বিরতি দিয়ে টেস্ট খেলার নজির। ইংল্যান্ডের গ্যারেথ বেটি ২০০৫ সালের ৫ জুনের পর ২০১৬ সালের ২০ অক্টোবর পরের টেস্টে সুযোগ পেয়েছিলেন। এ সময়ে বিরতি ছিল ১১ বছর ১৩৭ দিন। ম্যাচ হিসেবে তিনি সর্বোচ্চ ১৪২ ম্যাচ মিস করেছিলেন।

এনবিএস/ওডে/সি