ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৯ পৌষ ১৪৩১
Logo
logo

 মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট বাংলাদেশ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২২, ০৭:১২ পিএম

 মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট বাংলাদেশ

 মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট বাংলাদেশ

 সিরিজের শেষ টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তবে সিদ্ধান্ত ব্যাটাররা তেমন কার্যকর করতে পারেননি। সর্বোচ্চ ৮৪ রান করে আউট হয়েছেন প্রথম টেস্টে দলে না থাকা মুমিনুল হক। শেষপর্যন্ত ২২৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ দল। ভারতের হয়ে বোলিংয়ে ৪ টি করে উইকেট নিয়েছেন উমেশ যাদব এবং রবিচন্দন অশ্বিন।

দিনের শুরুতে ৩৯ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একপ্রান্ত আগলে রাখেন মুমিনুল হক। তবে শেষপর্যন্ত তিনিও ৮৪ রান করে অশ্বিনের বলে উইকেট কিপারকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারত বিনা উইকেটে ১৮ রান সংগ্রহ করেছে। শুভমান গিল ১৪ এবং রাহুল ২ রানে ব্যাট করছেন।

এনবিএস/ওডে/সি