এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২২, ০৯:১২ পিএম
ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক হতে শচীন-ধোনি-শেবাগের নামে ভূয়া সিভি
ভারতীয় ক্রিকেট বোর্ড পাঁচ সদস্যের নির্বাচক প্যানেলের জন্য প্রার্থী চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিলো। জাতীয় নির্বাচক কমিটির জন্য আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত যাচাই করার জন্য মেইলবক্স খুলতে গিয়ে তাদের চোখ ছানাবড়া। শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও বীরেন্দর শেবাগ পাঠিয়েছেন সিভি। তারাই শেষ নয়, আগ্রহ দেখিয়েছেন পাকিস্তানের ব্যাটিং গ্রেট ইনজামাম উল হকও।
শচীন, শেবাগরা নির্বাচক পদে বসার আগ্রহ দেখাতেই পারেন। কিন্তু এই সবগুলো সিভি এসেছে ভুয়া আইডি থেকে। নির্বাচক প্যানেলের সদস্য হতে বিসিসিআই ই-মেইলে ৬০০ আবেদনপত্র পেয়েছে।
এই ধরনের স্পাম মেইল পেয়ে বিরক্ত বোর্ড। এক সূত্র জানায়, প্রায় ৬০০ আবেদন পেয়েছি এবং তাদের মধ্যে ধোনি, শেবাগ ও টেন্ডুলকারের নামে কয়েকটি সিভি এসেছে ভুয়া আইডি থেকে। তারা এসব করে বিসিসিআইর সময় নষ্ট করছে। সিএসি ১০ জনের নাম সংক্ষিপ্ত তালিকায় রাখবে এবং সেখান থেকে পাঁচজনকে চূড়ান্ত করা হবে। এই কাজ দ্রুত শেষ হবে। হাই প্রোফাইল এই চাকরির জন্য ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি ১০ জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করবে।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিদায়ের পর চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলকে বরখাস্ত করে বিসিসিআই। যদিও তাদের উত্তরসূরি নির্বাচিত না হওয়াই ওই প্যানেলই কাজ করছে।
এনবিএস/ওডে/সি