এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২২, ০৯:১২ পিএম
ইংলিশ ক্রিকেটার স্যাম কারান সাড়ে ১৮ কোটি রুপিতে পাঞ্জাব কিংসে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের সেরা খেলোয়াড়, হয়েছেন টুর্নামেন্টেরও সেরা। তাকে নিয়ে কাড়াকাড়ি থাকা স্বাভাবিক। তাই বলে রেকর্ড যে গড়বেন, সেটা হয়তো অপ্রত্যাশিত। স্যাম কারান সাড়ে ১৮ কোটি রুপিতে বিক্রি হয়েছেন। তাকে কিনেছে পাঞ্জাব কিংস।
আইপিএল ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে দামী খেলোয়াড় কারান। ২০২১ সালে সোয়া ১৬ কোটি রুপিতে কিনে রেকর্ড গড়েছিল রাজস্থান রয়্যালস। এবার সেটাকে পেছনে ফেললো পাঞ্জাব।
ফাইনালে পাকিস্তানের বিপক্ষে তিনটিসহ মোট ১৩ উইকেট নেওয়া কারানকে নিতে যুদ্ধ করে রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। দাম চড়ায় সাড়ে ১৩ কোটি রুপিতে। তারপরই দাম হাঁকায় পাঞ্জাব। শেষ পর্যন্ত রেকর্ড দামে কারানকে কেনে তারা।
শুক্রবারের নিলামে দ্বিতীয় সর্বোচ্চ সাড়ে ১৭ কোটি রুপিতে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। সোয়া ১৬ কোটি রুপিতে আরেক বিশ্ব চ্যাম্পিয়ন বেন স্টোকসকে পেয়েছে চেন্নাই। লক্ষণৌ সুপার জায়ান্টস ১৬ কোটি রুপি খরচ করেছে নিকোলাস পুরানের জন্য।
এনবিএস/ওডে/সি