এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২২, ০৩:০৪ পিএম
মিথ্যা দেউলিয়া দাবির অভিযোগে বরিস বেকারের আড়াই বছরের কারাদন্ড
ঋণ পরিশোধ না করে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছিলেন জার্মানির কিংবদন্তী টেনিস তারকা বরিস বেকার। পরে আদালতে বরিসের দাবি মিথ্যা প্রমাণিত হলে লন্ডনের বিচারক প্যানেল ৫৪ বছর বয়সী সাবেক টেনিস তারকাকে আড়াই বছরের জেল দেয়।
বিচারকের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আড়াই বছর কারাবাসের রায়ের মধ্যে অর্ধেক সময় বেকারকে জেলে থাকতে হবে। বাকি সময় তিনি জামিনে থাকবেন। রায় ঘোষণার সময় বেকারের স্ত্রী লিলিয়ান এবং সন্তান নোয়া আদালতে থাকলেও তাদের মাঝে কোন অনুশোচনা দেখা যায়নি।
২০১৭ সালে বেকারের উপর মোট ২৪টি মামলা ছিল। যার ২০টি থেকে আদালত তাকে অব্যাহতি দিলেও অপর ৪টি মামলায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হন বেকার। তখন তার উপর ঋণের দায় ছিল ৫ কোটি পাউন্ডের