ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৯ পৌষ ১৪৩১
Logo
logo

 আইপিএলে প্রথমবার দল পেলেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২২, ০৩:১২ পিএম

 আইপিএলে প্রথমবার দল পেলেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা

 আইপিএলে প্রথমবার দল পেলেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের নিলামে দল পেয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে তার অভিষেক হবে ক্রিকেট বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগটিতে।

শুক্রবার কোচিতে আয়োজিত মিনি নিলামে রাজাকে ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে দলে ভিড়িয়েছে প্রীতি জিন্তার দল।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখিয়ে এবারের আইপিএলে নজরে এসেছেন রাজা। তার অলরাউন্ডিং নৈপুণ্যে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মতো ক্রিকেট পরাশক্তিদের বিপক্ষে জয় পেয়েছিল জিম্বাবুয়ে। আসরে ৮ ম্যাচ খেলে ২১৯ রানের পাশাপাশি নিজের ঝুলিতে তিনি পুরেছিলেন ১০ উইকেট।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিতই ছিলেন রাজা। এবার তিনি জায়গা করে নিলেন ক্রিকেটারদের স্বপ্নের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে। জিম্বাবুয়ের পঞ্চম ক্রিকেটার হিসেবে রাজা ভারতের টি-টোয়েন্টি লিগটিতে নাম লিখিয়েছেন। এর আগে ব্রেন্ডন টেইলর, তাতেন্দা তাইবু, র‌্যা প্রাইস এবং সবশেষ মুজারাবানির আইপিএলে ডাক পেয়েছিলেন।

এদিকে প্রতিযোগিতাটির ইতিহাসে নতুন রেকর্ড গড়ে এবারের আসরে সর্বোচ্চ দাম পেলেন ইংলিশ তারকা স্যাম কারান। ১৮.৫০ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। অন্যদিকে গত আসরের মতো এবারের নিলামে দল পাননি বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। দল পাননি আরেক টাইগার ক্রিকেটার লিটন দাসও।

এনবিএস/ওডে/সি