এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২২, ০৩:১২ পিএম
কোপা দেল রেতে রিয়ালের প্রতিপক্ষ কাসেরেইনিয়ো, বার্সা খেলবে ইন্টার সিটির বিরুদ্ধে
কোপা দেল রেতে সহজ প্রতিপক্ষই পেয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। স্পেনের সফলতম দল রিয়াল মাদ্রিদ খেলবে সিপি কাসেরেইনিয়োর বিপক্ষে। টুর্নামেন্টের সফলতম দল বার্সেলোনার প্রতিপক্ষ ইন্টার সিটি।
স্পেনের দ্বিতীয় শীর্ষ প্রতিযোগিতা কোপা দেল রের তৃতীয় রাউন্ডের ড্র হয়েছে শুক্রবার। শিরোপাধারী রিয়াল বেতিস প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইবিসাকে। আর আতলেতিকো মাদ্রিদ খেলবে রিয়াল ও ভিয়েদোর বিপক্ষে। লা লিগার আরেক দল ভালেন্সিয়ার প্রতিপক্ষ লা নুসিয়া।
এই পর্বে লা লিগার দুই দলের দেখা হবে কেবল একটি ম্যাচে। বার্সোলোনায় মুখোমুখি হবে সেল্তা ভিগো ও এস্পানিওল। এক লেগের এই রাউন্ডের ম্যাচগুলো হবে ৩, ৪ ও ৫ জানুয়ারি। নির্দিষ্ট সময় ও তারিখ জানাবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
এনবিএস/ওডে/সি