ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৯ পৌষ ১৪৩১
Logo
logo

 সাবেক ফুটবল কোচ এখন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নির্বাচক


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২২, ০৬:১২ পিএম

 সাবেক ফুটবল কোচ এখন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নির্বাচক

 সাবেক ফুটবল কোচ এখন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নির্বাচক

ইংল্যান্ডের সাবেক এই ব্যাটসম্যানকে নির্বাচক হিসেবে নিয়োগ দিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্সের প্যানেলে যোগ দিচ্ছেন তিনি। পদাধিকার বলে প্যানেলের তৃতীয় সদস্য জাতীয় দলের প্রধান কোচ।

বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানায়, গত সোমবার বোর্ড পরিচালকদের সভায় নিশ্চিত হয় বুচারের নিয়োগ।

বুচার ক্রিকেট ইতিহাসে আলাদা জায়গা নিয়ে আছেন ইংল্যান্ডের হয়ে খেলা প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার হিসেবে। ১৪ বছর বয়েস তিনি পাড়ি জমান ইংল্যান্ডে। মিডলসেক্সের হয়ে দুর্দান্ত খেলে ১৯৮০ সালে জায়গা করে নেন জাতীয় দলে। অভিষেক ওয়ানডেতে জেফ টমসন, ডেনিস লিলিদের বিপক্ষে খেলেন ৩৮ বলে ৫২ রানের ইনিংস।

টেস্ট দলে জায়গা পান তিনি ১৯৮১ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে। টেস্ট অভিষেক হয় জন্মভূমিতেই। তবে সেই সফরে ৩ টেস্ট খেলে ভালো করতে পারেননি। উল্লেখযোগ্য কিছু করতে পারেননি দুটি ওয়ানডে খেলেও। সময়ের চেয়ে এগিয়ে থাকা আগ্রাসী ব্যাটসম্যান ছিলেন তিনি। নিজের দিনে যেমন তিনি ছিলেন বিনোদনদায়ী ও ম্যাচ উইনার, তেমনি অতিরিক্ত শট খেলার প্রবণতা প্রায়ই ডেকে আনত তার পতন।

৩ টি করে টেস্ট ও ওয়ানডেতেই থমকে যায় তার আন্তর্জাতিক ক্যারিয়ার। ১৯৮৩ সালে কাউন্টিতে দুর্দান্ত ফর্মে থাকার সময় একটি ম্যাচে ক্যারিবিয়ান পেসার জর্জ ফেরিসকে হুক করতে গিয়ে আঘাত পেয়ে ক্ষতিগ্রস্ত হয় তার দৃষ্টিশক্তি। এরপর আর সুযোগ পাননি আন্তর্জাতিক ক্রিকেটে।

মিডলসেক্সের হয়ে তার ক্যারিয়ার অবশ্য বেশ সমৃদ্ধ। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৭৭ ম্যাচে ১৭ সেঞ্চুরিতে রান ১২ হাজারের বেশি।

খেলোয়াড়ি জীবন শেষে তিনি নাম লেখান কোটিংয়ে। শুধু ক্রিকেট নয়, সম্পৃক্ত হন ফূটবল কোচিংয়েও। উয়েফা ‘বি’ ব্যাজধারী কোচ তিনি। ২০০০ থেকে ২০০১ পযন্ত বারমুডা জাতীয় ফুটবল দলের কোচও ছিলেন।

২০০৪ সালে যোগ দেন বারবাডোজে ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইন্ডিজের ক্রীড়া পরিচালক হিসেবে। ৬৯ বছর বয়সী সাবেক ব্যাটসম্যান এবার শুরু করলেন নতুন অধ্যায়। জাতীয় দলের পাশাপাশি জুনিয়র নির্বাচক প্যানেলেও কাজ করবেন তিনি।

এনবিএস/ওডে/সি