ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

যতদিন সম্ভব লিভারপুলকে সফল করতে চাই: ইয়ুর্গেন ক্লপ


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ৩০ এপ্রিল, ২০২২, ০৩:০৪ পিএম

যতদিন সম্ভব লিভারপুলকে সফল করতে চাই: ইয়ুর্গেন ক্লপ

যতদিন সম্ভব লিভারপুলকে সফল করতে চাই: ইয়ুর্গেন ক্লপ

 ২০১৫ সালে নিজ দেশ জার্মানির ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ট ছেড়ে ইংলিশ ক্লাব লিভারপুলে পারি জার্মান কোচ ইয়ূর্গেন ক্লপ। ২০১৯ সালে ক্লপের অনুশীলনে চ্যাম্পিনস লিগ জিতে লিভারপুল পরের বছর ৩০ বছরের খরা কাটিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জেতে দলটি। দায়িত্ব নেওয়ার পর ক্লাবটিকে ইতোমধ্যে ৬টি শিরোপা জেতানো ক্লপের লক্ষ্য লিভারপুলকে আরো সফলতা এনে দেওয়া। 

ক্লপ বলেছেন, চিরকালের জন্য যদি সম্ভব নাও হয়, যতদিন সম্ভব আমরা এই ক্লাবকে (লিভারপুল) সফল করার চেষ্টা করতে চাই। 

তিনি আরো বলেন, আমরা মনে করি, কোনো কিছুর মাঝখানে আছি আমরা, কিছুর শেষে নয়। যখন কেউ মাঝখানে থাকবে, তখন সে সেটা শেষ করতে চাইবে এবং আশা করি এটা দারুণ সাফল্য মণ্ডিত হবে।

 চলতি মৌসুমে ইংলিশ লিগ কাপ জেতা লিভারপুলের সামনে আরো তিনটি শিরোপা জয়ের সুযোগ আছে। যার সব কয়টি শিরোপাই জিততে চায় অলরেডরা।