ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

১০০ শতাংশ দর্শক নিয়ে ইডেনে আইপিএল ম্যাচ চালাতে মমতার অনুমোতি নিতে যাচ্ছেন গাঙ্গুলি


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ৩০ এপ্রিল, ২০২২, ০৩:০৪ পিএম

১০০ শতাংশ দর্শক নিয়ে ইডেনে আইপিএল ম্যাচ চালাতে মমতার অনুমোতি নিতে যাচ্ছেন গাঙ্গুলি

১০০ শতাংশ দর্শক নিয়ে ইডেনে আইপিএল ম্যাচ চালাতে মমতার অনুমোতি নিতে যাচ্ছেন গাঙ্গুলি

 ঠিক কী কারণে বিসিসিআই প্রেসিডেন্ট মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে জানা গিয়েছে, নিতান্তই সৌজন্য সাক্ষাৎ এটি। পাশাপাশি আইপিএলের ম্যাচ নিয়ে কথা হতে পারে তাদের সঙ্গে। 

এদিকে আগামী ২৪ মে আইপিএলের প্রথম কোয়ালিফায়ারের ম্যাচ রয়েছে ইডেনে। পরদিন এলিমিনেটরের ম্যাচটিও হবে এখানে। আর ইডেনে এই দুটি আইপিএল ম্যাচ আয়োজনের প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চলেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। 

 সূত্রের খবর, ইডেনে ১০০ শতাংশ দর্শক নিয়ে ম্যাচ আয়োজন করা যাবে কিনা, সেই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন তিনি। একই সঙ্গে মুখ্যমন্ত্রীকে ম্যাচ দেখতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাবেন মহারাজ।

 উল্লেখ্য, করোনার জেরে কলকাতায় কোনও ম্যাচ রাখা হয়নি। তবে পরে ঠিক হয় প্লে-অফের দুটি ম্যাচ ইডেনে হবে। স্বাভাবিকভাবে এই ম্যাচগুলি দেখতে যেতে প্রচুর ক্রীড়াপ্রেমী মানুষ মুখিয়ে রয়েছেন। এমনিতেই মাত্র দুটি ম্যাচ। আর তাই ১০০ শতাংশ দর্শক নিয়ে ম্যাচ আয়োজন করতে চাইছে আইপিএল কর্তৃপক্ষ।
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। মন্ত্রী আজ এক শোক বার্তায় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে বাংলাদেশের অর্থ ব্যবস্থাপনার কিংবন্তী উল্লেখ করে বলেন তিনি ছিলেন এক বিরল প্রতিভার অধিকারী। মন্ত্রী ২০০৮ সালে বাংলাদেশে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন এবং ২০০৯ পরবর্তী  সময়ে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নে তার অবদানের কথা স্মরণ করেন। 

তিনি  বলেন, তার মৃত্যুতে দেশ একজন বিরল প্রতিভা হারিয়েছে আমি হারিয়েছি একজন অতি আপনজন। ২০০১ সালের পর বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা সেলে তার সাথে কাজ করার অভিজ্ঞতা ছিলো আমার জীবনের সবচেয়ে উল্লেখ যোগ্য এক অধ্যায় বললেন  মোস্তাফা জব্বার। 

তিনি বলেন, তার শূন্যতা পূরণ হবার নয়। বিভিন্ন ক্ষেত্রে আবুল মাল আবদুল মুহিতের অবদান চির জাগরূক হয়ে থাকবে বলে উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, মুহিত তার কর্মের মাঝে বেঁচে থাকবেন যুগ থেকে যুগান্তর। বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে তিনি যে ভূমিকা পালন করেছেন তা সমগ্র জাতি চিরদিন মনে রাখবে। বিচক্ষণ রাজনীতিক ও জ্ঞানী মুহিত আমাদেরকে যেভাবে পরিচালিত করেছেন সেই অভিভাবকত্বটা চিরদের মতো হারিয়ে ফেললাম।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।