এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২২, ০৩:০৪ পিএম
বাবর আজমের মতো দুর্ভাগ্যের শিকার রোহিত শর্মা
রোহিত শর্মার নেতৃত্বাধীন আইপিএলের ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স চলমান আসরে প্রথম ৮ ম্যাচ টানা হেরেছে। অন্যদিকে, সবশেষ পিএসএলে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের নেতৃত্বাধীন করাচি কিংসও এবারের পিএসএলে টানা প্রথম ৮ ম্যাচে পরাজিত হয়েছিল।
উভয়ের মধ্যে অনেকটা মিল খুঁজে পাচ্ছেন সাবেক পাকিস্তান তারকা রশিদ লতিফ। নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি বলেন, মুম্বাই কিন্তু করাচি কিংসের মতোই ফ্লপ করেছে। আইপিএলের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি এখন সবচেয়ে নীচে। পুরো ব্যাপারটাই অদ্ভুত! রোহিত শর্মাও বাবর আজমের মতো দুর্ভাগ্যের শিকার হয়েছেন।
যদিও দলের ব্যর্থতার মধ্যে বাবর ব্যাট হাতে ১০ ম্যাচে ৩৪৩ রান করেছিলেন। কিন্তু মুম্বাই অধিনায়ক রোহিত ব্যাটার হিসাবেও ফ্লপ মেরেছেন। তার দলের প্লে অফে যাওয়ার সম্ভাবনাও নেই।