ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৯ পৌষ ১৪৩১
Logo
logo

 সাকিবদের কোচ হয়ে আবার আসছেন শ্রীলঙ্কার হাথুরুসিংহে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২২, ০৯:১২ পিএম

 সাকিবদের কোচ হয়ে আবার আসছেন শ্রীলঙ্কার হাথুরুসিংহে

 সাকিবদের কোচ হয়ে আবার আসছেন শ্রীলঙ্কার হাথুরুসিংহে

 বাংলাদেশ ক্রিকেট দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন দক্ষিণ আফ্রিকার রাসেল ডমিঙ্গো। তার বাংলাদেশ অধ্যায় শেষ হতে না হতেই সাকিব-তামিমদের  নতুন কোচ নিয়ে আলোচনা ডালপালা মেলেছে। এই মুহূর্তে সবচেয়ে বড় নামটি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ শ্রীলঙ্কার চান্দিকা হাথুরুসিংহে। সাবেক এই কোচের সঙ্গে   বিসিবির আলোচনা অনেকদূর এগিয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

শুধু কোচই নয়, তৃণমূল পর্যায় থেকে শুরু করে জাতীয় দল ও নারী দলের পারফরম্যান্স বিশ্লেষণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করতে একজন পারফরম্যান্স ম্যানেজার নিয়োগেরও সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

এর আগে ২০১৪ সালের মে থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত টাইগারদের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন চান্দিকা হাথুরুসিংহে। তার অধীনে ২১ টেস্টে ৬ জয়, ১১ হার ও ৪টি ড্র করে বাংলাদেশ। ৫২ ওয়ানডের মধ্যে জয় পায় ২৫টিতে, ২৩টিতে পরাজয় আর ফলাফল হয়নি ৪ ম্যাচে।

২৯ টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ১০টিতে জয় এবং ১৭টি ম্যাচে পরাজয় বরণ করে বাংলাদেশ। ২০১৫ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলাসহ ঘরের মাঠে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে সিরিজ জিতে বাংলাদেশ।

এনবিএস/ওডে/সি