ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৯ পৌষ ১৪৩১
Logo
logo

 বর্ষসেরা চার টি-টোয়েন্টি ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আইসিসি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২২, ১০:১২ পিএম

 বর্ষসেরা চার টি-টোয়েন্টি ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আইসিসি

 বর্ষসেরা চার টি-টোয়েন্টি ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আইসিসি

বর্ষসেরা পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে মনোনীত চারজনের নাম প্রকাশ করেছে আইসিসি। ২০২২ সালে দারুণ পারফরম্যান্স করা সুরিয়া কুমার ইয়াদাভের সঙ্গে আছেন স্যাম কারান, সিকান্দার রাজা ও মোহাম্মাদ রিজওয়ান।

ভারতীয় ব্যাটার সুরিয়া কুমার ইয়াদাভ এ বছর ১১৬৪ রান করেছে। বছরের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সুরিয়া। এক বছরে সর্বোচ্চ ৬৮ ছক্কার রেকর্ডও করেন তিনি। সুরিয়ার সঙ্গে তালিকায় যায়গা পাওয়া স্যাম কারান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড়। বিশ্বকাপে ১৩ উইকেট সহ ফাইনালে ম্যাচসেরাও হয়েছিলেন স্যাম।

২০২২ সালে ২৪ ম্যাচে ৭৩৫ রান ও ২৫ উইকেটের মালিক সিকান্দার রাজা। স্বপ্নের মত বছর কেটেছে তার। তালিকায় আছেন পাকিস্তানি উইকেট কিপার ব্যাটার মোহাম্মাদ রিজওয়ান। ২৫ ম্যাচে ৯৯৬ রান সহ ৯টি ক্যাচ ও ৩টি স্ট্যাম্পিংও আছে রিজওয়ানের।

এনবিএস/ওডে/সি