এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২২, ০২:১২ পিএম
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ
টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিলেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। এরপর ঢাকা থেকে দিল্লি ফেরেন তিনি। সেখান থেকে নিজ বাড়ি ফেরার পথে ডিভাইডারে ধাক্কা মারে তার গাড়ি। এতে মাথায় চোট লেগেছে ভারতীয় ক্রিকেট তারকার। পিঠেও একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। শুক্রবার ভোরে দুর্ঘটনার কবলে পড়ে তার গাড়ি।
জানা যায়, পন্থ নিজেই তার গাড়িটি চালাচ্ছিলেন। এ সময় তার গাড়ি ডিভাইডারে ধাক্কা মারার পরপরই গাড়িটিতে আগুন লেগে যায়। প্রাথমিকভাবে পন্থকে হামাদপুর ঝালের কাছে একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিন্তু তাকে যেকোনও সময় দিল্লির কোনও হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
এনবিএস/ওডে/সি