ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

সৃজিত-চঞ্চল যুগলবন্দি প্রথমবার! বড়পর্দায় আসছেন মৃণাল সেন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২২, ০৯:১২ পিএম

সৃজিত-চঞ্চল যুগলবন্দি প্রথমবার! বড়পর্দায় আসছেন মৃণাল সেন

সৃজিত-চঞ্চল যুগলবন্দি প্রথমবার! বড়পর্দায় আসছেন মৃণাল সেন

ঋত্বিক ঘটককে নিয়ে কাজ হয়েছে বহু বছর আগেই। সম্প্রতি সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালি’ তৈরির গল্প নিয়েও ছবি বানানো হয়েছে টলিউডে। এবার বাংলা ছবির ইতিহাসে তিন সর্বকালের সেরা পরিচালকদের তৃতীয় মায়েস্ত্রো মৃণাল সেনকে (Mrinal Sen) নিয়ে সিনেমা (biopic) বানাতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। ছবির নাম ‘পদাতিক’। নাম ভূমিকায় বর্তমানে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)।
বেশ কয়েক সপ্তাহ আগেই ছবির একটি পোস্টার ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছিল একটি বড় রাস্তার মাঝে পাজামা-পাঞ্জাবি পরে শুয়ে রয়েছেন মৃণাল সেন। ছবির নীচে লেখা ‘পদাতিক’। সেদিন থেকেই অপেক্ষা শুরু হয়েছিল অনুরাগীদের। অবশেষে শুক্রবার সকালে এল সেই সুখবর।
প্রথমে ঠিক ছিল ওয়েব সিরিজ বানানো হবে মৃণাল সেনকে নিয়ে। তবে এদিন সৃজিত ছবির পোস্টারটি পোস্ট করে জানালেন, ওয়েব সিরিজ নয় পূর্ণ দৈর্ঘ্যের ছবিই বানাচ্ছেন তিনি। ফ্রেন্ডস কমিউনিকেশন এবং বিগ স্ক্রিন প্রোডাকশনের ব্যানারে তৈরি হবে ‘পদাতিক’। উল্লেখ্য, এই ফ্রেন্ডস কমিউনিকেশনের প্রযোজনাতেই তৈরি হয়েছিল ‘অপরাজিত’। যেখানে ‘পথের পাঁচালি’ নির্মাণের গল্প দেখিয়েছিলেন পরিচালক অনীক দত্ত।
তবে এই ছবির সবথেকে বড় চমক বোধহয় নাম ভূমিকায় চঞ্চল চৌধুরী। দুই বাংলায় এখন সবথেকে বেশি জনপ্রিয় এবং ব্যস্ততম অভিনেতা তিনি। সম্প্রতি বাবাকে হারিয়েছেন অভিনেতা। সেই শোক কাটিয়ে উঠতে পারেননি এখনও। এরপর হাতে তাঁর বেশ কিছু বাংলাদেশি ছবি এবং নাটকের কাজ রয়েছে। মনে করা হচ্ছে, সব শেষ করেই সৃজিতের ছবির শ্যুটিং শুরু করবেন তিনি। 
এই প্রথম এপার বাংলার কোনও প্রজেক্টে কাজ করতে চলেছেন চঞ্চল। সৃজিতের সঙ্গেও এটাও তাঁর প্রথম কাজ। এদিকে ‘X=প্রেম’ ছবির পর এখনও অবধি নতুন কোনও বাংলা ছবির কাজ শুরু করেননি টলিউডের ফার্স্ট বয়। তিনিও সুন্দর কামব্যাকের জন্য মুখিয়ে রয়েছেন। যার ফলে সবমিলিয়ে একটা নতুন শুরুর অপেক্ষায় দিন গুনতে শুরু করেছেন সিনেমাপ্রেমীরা।

খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/কে