ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৯ পৌষ ১৪৩১
Logo
logo

 এ মনু ক্যামোন আছেন আমনেরা, বিপিএল তো চইল্লা আইছে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৩, ০৩:০১ পিএম

 এ মনু ক্যামোন আছেন আমনেরা, বিপিএল তো চইল্লা আইছে

 এ মনু ক্যামোন আছেন আমনেরা, বিপিএল তো চইল্লা আইছে

বিপিএলের এবারের আসরে বরিশালের হয়ে খেলবেন বাংলাদেশ দলের এই সময়ের সুপার স্টার মেহেদী হাসান মিরাজ। আগে বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে বরিশালে খেললেও এই প্রথমবার তিনি বরিশাল ফ্র্যাঞ্চাইজিতে খেলবেন। তাই সোশ্যাল সাইটে দেওয়া এক পোস্টের মাধ্যমে বরিশালের সমর্থকদের বার্তা দিয়ে রাখলেন দারুণ ফর্মে থাকা এই অলরাউন্ডার।

সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মিরাজ বরিশালের আঞ্চলিক ভাষায় লিখেছেন, ‘এ মনু ক্যামোন আছেন আমনেরা? বিপিএল তো চইল্লা আইছে, আমনেরা প্রস্তুতি নেছেন তো? জেতবে ব্যাডা বরিশাল। খুব দ্রæতই মিরাজের এই পোস্ট ভাইরাল হয়ে গেছে। তাকে বরিশালে স্বাগত জানাচ্ছেন সমর্থকরা।

২০১৬-১৭ আসরে বিপিএলে অভিষেক হয় মিরাজের। সেবার ছিলেন রাজশাহী কিংসে। ফাইনালে সাকিবের ঢাকা ডায়নামাইটসের কাছে তারা হেরে যান। এরপর খুলনা টাইগার্সের হয়ে ২০১৯-২০ আসরে ফাইনালে উঠেও রাজশাহী রয়্যালসের কাছে হেরে হতাশ হতে হয়। গতবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক থাকলেও টুর্নামেন্টের মাঝপথে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে গোলমালের ফলে দায়িত্ব ছেড়ে দেন।  এবার টুর্নামেন্ট শুরুর আগে থেকেই মিরাজের লক্ষ্য নতুন দলের হয়ে শিরোপা জয়।

এনবিএস/ওডে/সি