ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৯ পৌষ ১৪৩১
Logo
logo

বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইরানে একযাগে ঈদ মঙ্গলবার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ মে, ২০২২, ০৫:০৫ পিএম

বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইরানে একযাগে ঈদ মঙ্গলবার

বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইরানে একযাগে ঈদ মঙ্গলবার

বিশ্বের বেশিরভাগ দেশে আজ (সোমবার) ঈদুল ফিতর উদযাপিত হলেও বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইরানের কোথায় রোববার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। কাজেই এই চার দেশে মঙ্গলবার একযোগে পালিত হবে ঈদুল ফিতর।

বাংলাদেশের আকাশে কোথাও রোববার ১৪৪৩ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ সোমবার ৩০ রোজা পূর্ণ হবে। মঙ্গলবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রোববার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে এ বৈঠক হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়েছে।
 দেখা গেছে, রোববার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এমতাবস্থায় ২ মে সোমবার পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ৩ মে মঙ্গলবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

ভারতেও রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ সোমবার ভারতে উদযাপিত হবে না খুশির ঈদ। সোমবার পবিত্র রমজান মাসের শেষ রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। তারপর আগামীকাল মঙ্গলবার পালন করবেন খুশির ঈদ।  ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোমবার সেখানে চাঁদ দেখা যায়নি। রাজধানী দিল্লির ‘মরকজী ই হিলাল কমিটির’ তরফে জানানো হয়েছে যে, দিল্লিতে চাঁদ দেখা যায়নি। তাই মঙ্গলবার ঈদ পালন করা হবে ।

এমনকি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ থেকেও রোববার চাঁদ দেখতে পাওয়ার খবর পাওয়া যায়নি। তাই আগামীকাল মঙ্গলবার সেখানে ঈদ হবে।ভারতের পশ্চিমবঙ্গেও শাওয়াল মাসের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। ভারতের উত্তর প্রদেশেও দেখা মেলেনি শাওয়ালের চাঁদের। লখনউয়ের ‘মরকজী চাঁদ কমিটির’ তরফে জানানো হয়েছে, রোববার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যায়নি। তাই সোমবার পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। মঙ্গলবার ঈদ পালন করা হবে।
ওদিকে পাকিস্তানের জাতীয় আল-হেলাল কমিটি রোববার সন্ধ্যায় ঘোষণা করেছে, দেশটিতে ওই দিন কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ সোমবার দেশটিতে ৩০তম রমজান পালিত হবে এবং মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের চাঁদ দেখা কমিটি রোববার রাতে সারাদেশ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করে ঘোষণা করেছে, দেশটির কোথাও রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ সোমবার দেশটিতে ৩০তম রমজান পালিত হবে এবং মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

তবে সৌদি আরব, কাতার, লেবানন, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, মিশর, তিউনিশিয়া, সুদান, আলজেরিয়া, মৌরিতানিয়া, তুরস্ক ও সিরিয়াসহ বিশ্বের অধিকাংশ দেশে আজ সোমবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।খবর পার্সটুডের/এনবিএস/২০২২/একে