এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৭ জানুয়ারী, ২০২৩, ০৭:০১ পিএম
শিক্ষার্থীদের ‘বীরকন্যা প্রীতিলতা’ ছবির টিকিট দিলেন ওবায়দুল কাদের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সরস্বতী পূজার বাণী অর্চনার অনুষ্ঠানে ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমার হাফ পাসের টিকিট শিক্ষার্থীদের হাতে তুলে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
হলের প্রভোস্ট অধ্যাপক ড. তৌহিদা রশীদ বলেন, আমাদের জন্য আনন্দের খবর, বীরকন্যা প্রীতিলতা চলচ্চিত্রের কলাকুশলীরা এসেছেন। এ চলচ্চিত্রটি দেখার মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে। বীরকন্যা প্রীতিলতা আমাদের ভূখণ্ডের এমন সাহসী নারী যাকে অনুসরণ করা প্রত্যেক মেয়ের জন্য জরুরি।
নুসরাত ইমরোজ তিশা বলেন, ক্যাম্পাসে এসে ভীষণ ভালো লাগছে। চলচ্চিত্রটি তোমাদের জন্যই নির্মাণ করা হয়েছে। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থী অবশ্যই সিনেমাটি দেখতে হলে যাবে। তাহলেই কষ্ট সার্থক হবে।
মনোজ প্রামাণিক বলেন, প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবন নিয়ে নির্মিত ‘বীরকন্যা প্রীতিলতা’ চলচ্চিত্রটি ইতিহাস নির্ভর। এটা সব শিক্ষার্থীর দেখা প্রয়োজন। চলচ্চিত্রটির বেশিরভাগ শুটিং ঐতিহাসিক স্থানসমূহে করা হয়েছে।
পরিচালক প্রদীপ ঘোষ বলেন, আগামী ১ ফেব্রুয়ারি প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে বসুন্ধরা সিটি শপিং মলের স্টার সিনেপ্লেক্সে। মুক্তি পাবে ৩ ফেব্রুয়ারি। প্রিমিয়ার শো অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। শিক্ষার্থীদের জন্য অর্ধেক মূল্যে (হাফ পাস) সিনেমাটি দেখার ব্যবস্থা করেছি।
এনবিএস/ওডে/সি