এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী, ২০২৩, ০৩:০২ পিএম
ক মাসের বেশি পেরিয়ে গেলেও সব বই পৌঁছেনি সিলেটের শিক্ষার্থীদের হাতে
সারা দেশের মতো গত ১ জানুয়ারি সিলেটেও বই উৎসব অনুষ্ঠিত হয়। এরপর প্রায় দেড় মাস পার হতে চললেও এখন পর্যন্ত সিলেটে সকল বইয়ের দেখা পায়নি ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা। কোন কোন বিদ্যালয়ে তিন-চারটি করে বই তুলে দেওয়া হয়েছে ছাত্র-ছাত্রীদের হাতে। তাও বইয়ের কাগজের মান তেমন ভালো নয় বলে অভিযোগ শিক্ষক- শিক্ষার্থীদের।
আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী আবিদা সুলতানা জানায়, গত এক জানুয়ারি উৎসবের মাধ্যমে স্কুল কর্তৃপক্ষ তাদের হাতে বই তুলে দেন। ষষ্ঠ শ্রেণির ১৪টি বইয়ের মধ্যে তাদের হাতে মাত্র ৫টি বই তুলে দেওয়া হয়। আর বাকি বই কবে দেওয়া হবে তা এখনও জানানো হয়নি।
আরেক শিক্ষার্থী খাসদবীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী লিজা বেগম জানায়, তারাও সব বই পায়নি। মাত্র ৪টা করে বই তাদেরকে দেওয়া হয়েছে। বাকি বই কবে দেওয়া হবে সেটাও জানাননি শিক্ষকরা।
অভিভাবক নাজমুল হোসেন জানান, বই বিতরণ শুরুর এতদিন মাস পেরিয়ে গেলেও নতুন সব বইয়ের সঙ্গে বাচ্চারা পরিচিত হয়নি এখনো। ফলে নতুন বইয়ের যে আগ্রহ সেটা তারা হারিয়ে ফেলছে। তাছাড়া লেখাপড়াও ব্যাঘাত ঘটছে।
এ ব্যাপারে আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো জমির উদ্দিন বলেন, আমাদের হাতে সব বই আসেনি। সরকার আমাদের কাছে যতটা বই দিয়েছে আমরা ততটা শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছি। আমাদের করার কিছু নেই। বাকি বই কবে আসবে তাও আমাদেরকে জানানো হয়নি। তবে বই আসার সঙ্গে সঙ্গে আমরা শিক্ষার্থীদের হাতে তা তুলে দেবো ।
এনবিএস/ওডে/সি