ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

পর্দায় বিজিবির মেজর হয়ে আসছেন ইমন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ ফেব্রুয়ারী, ২০২৩, ০৪:০২ পিএম

পর্দায় বিজিবির মেজর হয়ে আসছেন ইমন

 পর্দায় বিজিবির মেজর হয়ে আসছেন ইমন

অভিনেতা মামনুন হাসান ইমন এবার পর্দার হাজির হচ্ছেন বিজিবি’র (বর্ডার গার্ড বাংলাদেশ) মেজর রুপে। শাহরিয়ার কবিরের কিশোর গোয়েন্দা গল্প অবলম্বনে নির্মাণাধীন সিনেমাটির নাম ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’। এতে ইমনের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে।

এ প্রসঙ্গে ইমন বলেন, এখন বেছে বেছে কাজ করছি। যেসব চরিত্রে কাজ করছি তার সবই নতুন। এই সিনেমাটি কিশোরদের কেন্দ্র করে। গল্পে বিজিবির অভিযানকেও প্রাধান্য দেয়া হয়েছে। চরিত্রটি আমার জন্য নতুন হওয়ায় দারুণ উপভোগ করছি। তাছাড়া এটি আমার প্রথম সরকারি অনুদানের সিনেমা। কাজটি আমার জন্য খুবই স্পেশাল।

গত বছরের অক্টোবরে শুটিং শুরু হওয়া এই সিনেমাটি নির্মাণ করছেন লুবনা শারমিন। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান প্রাপ্ত এই সিনেমায় ইমন-মিথিলা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আহমেদ রুবেল, সুমন পাটোয়ারি, ফারুক আহমেদ প্রমুখ। চলতি বছরেই সিনেমাটি মুক্তি দেয়ার ইচ্ছে রয়েছে পরিচালকের।

এনবিএস/ওডে/সি