এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ০৩:০২ পিএম
ইসরায়েলের সমালোচনা করায় মানবাধিকার পদে নিয়োগ বাতিল করল বাইডেন
যুক্তরাষ্ট্রের আন্তঃদেশীয় মানবাধিকার সস্থার স্বতন্ত্র সদস্য পদের জন্য মনোনীত জেমস কাভাললারের নিয়োগের বিষয়টি বাতিল করে দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
অভিযোগে বলা হয়, তিনি ইসরায়েলকে বর্ণবাদী বলে আখ্যা দিয়েছেন। পাশাপাশি ইসরায়েলপন্থীরা ডেমোক্রেটদেরকে কিনে পকেটে রেখেছেন এমন বিতর্কিত মন্তব্য করায় বাইডেন প্রশাসন অস্বস্তিতে পড়েছেন।
শুক্রবার জেমসের এ পদে যোগদানের কথা ছিল। তিনি আন্তর্জাতিক আইনে অভিজ্ঞ একজন আইনজ্ঞ ও পন্ডিত ব্যক্তি হিসেবে সুপরিচিত। কিন্ত মঙ্গলবার নিউইয়র্ক ভিত্তিক একটি ইহুদী পত্রিকা ‘আলগেমিনিরে তার আগের প্রকাশিত একটি কলাম প্রশাসনের নজরে আসায় স্টেট ডিপার্টমেন্ট এ সিদ্ধান্ত নেয়। তার লেখায় ইসরায়েলের প্রতি দেশটির সমর্থন নিয়েও সমালোচনা করেন জেমস।
২০২২ সাল ডিসেম্বরে এক টুইটে কর্তৃপক্ষ জানায়, তার লেখাটি মুছে ফেল হয়েছে। তবে এসময় অনেক ইসরায়েলবাসী তার লেখাটি পড়েছেন। কলামটিতে বর্তমান হাউজের সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিও ইসরায়েলের কাছে বিক্রি হয়ে গেছে বলে উল্লেখ করন।
স্টেট ডিপার্ট্মেন্টের মূখপাত্র নেড প্রাইস মঙ্গলবার জানান, তাকে নিয়োগ দেওয়ার আগে ইসরায়েলের প্রতি জেমসের এমন কটূক্তির বিষয়ে বাইডেন জানতেন না। ২০১৪ হতে ২০১৭ পর্যন্ত জেমস এই কমিশনে মানবাধিকার বিষয়ে কাজও করেছেন বলে উল্লেখ করেন নেড প্রাইস।
এর আগেও কেননেথ রথ নামের আরেক মানবাধিকার কর্মীর ফেলোশিপ বাতিল করেছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। প্যালেস্টাইনের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ নিয়ে সমালোচনা করায় তাকে অযোগ্য ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এনবিএস/ওডে/সি