ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

শহীদ মিনারের পরিবেশ নিয়ে সমালোচনায় হিরো আলম


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৩, ০৭:০২ পিএম

শহীদ মিনারের পরিবেশ নিয়ে সমালোচনায় হিরো আলম

 শহীদ মিনারের পরিবেশ নিয়ে সমালোচনায় হিরো আলম

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানায় আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

হিরো আলম বলেন, আগে বগুড়ায় ফুল দিয়েছি। ঢাকায় এবারই প্রথম। কিন্তু এখানকার পরিবেশ আগের মতো আর নেই। আমার কথা-আমরা শহীদদের শ্রদ্ধা জানাব, ফুল দেব। কিন্তু এখানকার পরিবেশ আজকে দেখলাম লোক দেখানো। এগুলো ফুল দেওয়া বলে না, শহীদদের শ্রদ্ধা জানানো বলে না। এখানে এসে স্লোগান দেয় ‘ডাইরেক্ট অ্যাকশন’, এখানে এসব স্লোগান চলে না।

শহীদ মিনারের সার্বিক পরিবেশের তীব্র সমালোচনা করে তিনি বলেন, সবাই এখানে শহীদদের কথা বলবে। এখানে রাজনীতির কথা কেন হবে। আজকে শহীদের কথা বলবে তারা। আর ফুল দেওয়ার আগে ফটোসেশন করে, ফটোশুটের জন্য জায়গা তো এটা নারে ভাই।

ভাষার মাসে ভারতীয় ‘পাঠান’ সিনেমা মুক্তির প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, বিষয়টা আমার কাছে লজ্জাজনক। ভাষার মাসে মাতৃভাষার কোনো সিনেমা রিলিজ করা উচিত ছিল। আমি মিডিয়ার লোক হলেও বলব, পাঠান ছবি ভাষার মাসে রিলিজ দেওয়ার পক্ষে নই।

উল্লেখ্য, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এবং বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছেন হিরো আলম। তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মহাজোটের প্রার্থী রেজাউল করিম তানসেনের কাছে মাত্র ৮৩৪ ভোটে পরাজিত হন। কোনো দলের প্রার্থী না হলেও এখন পুরোদমে রাজনীতিতে সক্রিয় বলে দাবি করেন তিনি। জনগনের পাশে থেকে দেশের জন্য কাজ করতে চান হিরো আলম।

এনবিএস/ওডে/সি